মিঠুন চক্রবর্তীর সঙ্গে RSS প্রধান মোহন ভাগবতের বৈঠক, বাংলায় ভোটের আগে জল্পনা তুঙ্গে - Bangla Hunt

মিঠুন চক্রবর্তীর সঙ্গে RSS প্রধান মোহন ভাগবতের বৈঠক, বাংলায় ভোটের আগে জল্পনা তুঙ্গে

By Bangla Hunt Desk - February 16, 2021

বাংলা হান্ট ডেস্ক: বাংলার ভোটের মুখে হঠাতই সুপারস্টার মিঠুন চক্রবর্তীর দীর্ঘক্ষণ রুদ্ধদার বৈঠক করেন আরএসএস প্রধান। তবে কী নিয়ে এই বৈঠক তা নিয়ে মুখ খুলতে চাননি মোহন ভাগবত। মঙ্গলবার সাতসকালে মিঠুনের মুম্বাইয়ের বাংলোয় যান ভাগবত। ভোটের মুখে এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। তাহলে কি বাংলার নির্বাচনে মিঠুনদার সমর্থন চাইছে সংঘ পরিবার? শুরু হয়েছে কানাঘুষো।

মোহন ভাগবতের সঙ্গে মিঠুন চক্রবর্তীর এই সাক্ষাৎ অবশ্য নতুন কিছু নয়। এর আগে নাগপুরে ভাগবতের সঙ্গে দেখা করেন ‘মহাগুরু’। দু’জনের মধ্যে সৌহার্দ্য বিনিময় হয়। তবে কী নিয়ে এই বৈঠক তা নিয়ে মুখ খুলতে চাননি মোহন ভাগবত। তবে মিঠুনের কথায়, ‘ওঁনার সঙ্গে আমার আধ্যাত্মিক আলোচনা হয়েছে’। মিঠুনের জনপ্রিয়তা বাংলায় আজও অটুট। তিনি বাঙালির প্রিয় মিঠুনদা, এই বাংলার ভোটের আগে এই বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করছ রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, মিঠুন চক্রবর্তী দীর্ঘদিন এরাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন। তৃণমূলের তরফে রাজ্যসভার সদস্যও করা হয় তাঁকে। একটা সময় এরাজ্যের শাসকদলের হয়ে ভোটের প্রচারেও দেখা গিয়েছে মিঠুনকে। বছর পাঁচেক আগে একটি চিটফান্ড মামলায় নাম জড়ায় মিঠুনের। তারপরেই ২০১৬ সালের শেষদিকে রাজ্যসভার সাংসদ পদও ত্যাগ করেন মিঠুন। তারপর থেকেই কার্যত রাজনীতির সঙ্গে কোনও যোগাযোগ নেই মিঠুনের।

আরো পড়ুন- ৫ টাকায় মিলবে ডিম ভাত, সোমবার ‘মায়ের হেঁশেলের’ শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

বাংলার ২১শে বিধানসভা নির্বাচনের আগে আরএসএস প্রধান মোহন ভগবতের সঙ্গে মিঠুনের এই সাক্ষাৎ সেজন্যই গুরুত্বপূর্ণ। আসলে বাংলায় ‘মিঠুন’ আজও চূড়ান্ত জনপ্রিয়। ভোটের মুখে মিঠুনের সমর্থন জোগাড় করতে পারলে বিজেপি যে বাড়তি অক্সিজেন পেয়ে যাবে, সেটা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহলের ধারণা, সম্ভবত সেকারণেই মিঠুনের সঙ্গে আরএসএসের মাধ্যমে যোগাযোগ শুরু করল বিজেপি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর