আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি, ভাইরাল ‘সৌমিত্রের’ অডিয়ো - Bangla Hunt

আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি, ভাইরাল ‘সৌমিত্রের’ অডিয়ো

By Bangla Hunt Desk - November 20, 2021

বাংলা হান্ট ডেক্সঃ আগামী লোকসভা নির্বাচনে ৩টি আসন পাবে বিজেপি। ফাঁস হল বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর অডিয়ো ক্লিপ।

দিলীপ ঘোষের সঙ্গে সৌমিত্র খাঁর (Soumitra Khan) বিরোধ প্রকাশ্যে এসেছে আগেও। বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে নিয়ে বঙ্গ বিজেপিতে অস্বস্তি নতুন নয়। তবে এবার ফাঁস হল এক অডিয়ো ক্লিপ, যেখানে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি সাংসদ।

আরো পড়ুন- গোয়ার মুখ্যমন্ত্রী পাথর খাদানের মালিক! সিবিআই তদন্তের দাবি মহুয়ার

তাঁর দাবি, আগামী লোকসভা নির্বাচনে তিনটির বেশি আসন পাবে না বিজেপি। এমনকি তিনি নিজেও জিতবেন কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন সৌমিত্র। তাঁর দাবি, পূর্ব মেদিনীপুরে একটা আসনও জিততে পারবেন না শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সদ্য বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া তিন সাংসদ ‘কোনও কাজের নয়’ বলেও উল্লেখ করেছেন তিনি। তবে এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট.ইন (BanglHunt.in) কিন্তু এই অডিয়ো ক্লিপ যে নতুন করে বঙ্গ বিজেপির অস্বস্তি বাড়াল, তা বলাই বাহুল্য।

শনিবার প্রকাশ্যে আসা ওই অডিয়ো ক্লিপে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির সঙ্গে কথা বলতে শোনা যায় সৌমিত্রকে। বঙ্গ বিজেপির অবস্থা যে খুব একটা ভালো নয়, সেটাই তাঁদের আলোচনার মূল বিষয়। শুরুতেই তিনি দাবি করেছেন, ২০২৪-এর লোকসভা নির্বাচনে মাত্র ৩টি আসন পাবে বিজেপি। এমনকি তাঁর নিজের আসন বিষ্ণুপুরে জেতার সম্ভাবনাও ৫০-৫০ বলে মনে করছেন তিনি। দিলীপ ঘোষকে আক্রমণ করে সৌমিত্রকে বলতে শোনা যায়, ‘ও বড় বড় কথা বলছে, নিজের ওয়ার্ডে হেরে বসে আছে।’

পাশাপাশি বাংলা থেকে যে চারজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে, তাঁদের মধ্যে শুধুমাত্র শান্তনু ঠাকুর ‘কাজের’। বাংলায় হিন্দুদের মধ্যে ভাগ করছে বিজেপি। নিশীথের নাম উল্লেখ করে সৌমিত্র। দাবি করেন, হেরে যাবেন কোচবিহারের সাংসদ। তিনি মন্ত্রী হওয়ায় বিজেপির লোকজনের কোনও লাভ হবে না। বাঁকুড়ার সাংসদ সুভাষ সরকারের ক্ষেত্রেও একই কথা প্রয়োজ্য।

শুনুন আডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর