ভোটে হেরেও সেই আসানসোলের মানুষের পাশে সায়নী, শেয়ার করলেন ভিডিও - Bangla Hunt

ভোটে হেরেও সেই আসানসোলের মানুষের পাশে সায়নী, শেয়ার করলেন ভিডিও

By Bangla Hunt Desk - May 23, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ভোটে হেরেও দমে যাননি তৃণমূল নেত্রী ও অভিনেত্রী সায়নী ঘোষ। বিধানসভা নির্বাচনে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের কাছে পরাজিত সায়নী অতিমারির মোকাবিলায় সাহায্যের হাত বাড়ালেন। তিনি মানুষকে কথা দিয়েছিলেন হারি বা জিতি আসানসোলের মানুষের পাশে থাকবেন। সেই কথা রাখলেন অভিনেত্রী। আসানসোলের কালিপাহাড়ি অঞ্চলের কোড়াপাড়া, কাঁকরডাঙা এলাকায় ঘুরে ঘুরে ত্রাণ বিলি করেন তিনি।

আরো পড়ুন- কোভিডের মৃত্যুমিছিলের মধ্যেও ভাবমুর্তি রক্ষায় ব্যস্ত মোদি! সরকারে সমালোচনায় পত্রবান প্রাপ্তন আমলাদের

করোনা পরিস্থিতিতে মানুষের অবস্থা খুব খারাপ। এমনকি রাজ্যেও প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউতে। আর সেটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কারণ শিশুদের জন্য কোনও ভ্যাকসিন চালু হয়নি। এই সময় আরও বেশি করে শিশুদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া দরকার। সায়নী আসানসোলের খুদেদের নিয়ে মাতলেন। মাস্ক, স্যানিটাইজার, খাবার এবং গরম ও বৃষ্টি থেকে বাঁচার জন্য ছাতা তুলে দিলেন শিশুদের হাতে। পরে সায়নী বলেন, ‘‘নিজের সাধ্য মতো মানুষের পাশে দাঁড়ালাম। আরও নানা ভাবে মানুষের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা থাকবে আমার। আগেও চেষ্টা করেছি এবং আগামী দিনেও করব।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর