দিল্লি পুরনিগমের উপনির্বাচনে আপের জয়জয়কার, ধরাশায়ী বিজেপির - Bangla Hunt

দিল্লি পুরনিগমের উপনির্বাচনে আপের জয়জয়কার, ধরাশায়ী বিজেপির

By Bangla Hunt Desk - March 03, 2021

বাংলা হান্ট ডেক্স ; দিল্লি পুরনিগমের উপনির্বাচনে আপের জয়জয়কার,  ধরাশায়ী বিজেপির। পাঁচটির  মধ্যে চারটিতে জয়  আদমি পার্টির(Aam Aadmi Party) । একটিতে জয় কংগ্রেসের(Congress) ।  বিজেপিকে ফিরতে হল শূন্য হাতেই। অথচ, দিল্লি পুরনিগমের তিনটি অংশই রয়েছে বিজেপির দখলে।

আরো পড়ুন- নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু?

রবিবারই দিল্লি পুরনিগমের (Municipal Corporation of Delhi) ৫ আসনের জন্য উপনির্বাচন হয়েছিল। এই পাঁচ আসনের মধ্যে আম আদমি পার্টির দখলে গিয়েছে চারটি আসন। এবং পঞ্চম আসনটি গিয়েছে কংগ্রেসের (Congress) দখলে। পাঁচটি আসনের মধ্যে কল্যাণপুরি, শালিমার বাগ, রোহিনি-সি, এবং ত্রিলোকপুরি আসনগুলি গিয়েছে আপের দখলে। অন্যদিকে চৌহান বাঙ্গার আসনটি গিয়েছে কংগ্রেসের দখলে। গুরুত্বপূর্ণ বিষয় হল এই উপনির্বাচনে আপ যেখানে ৪৬.১০ শতাংশ ভোট পেয়েছে সেখানে বিজেপি পেয়েছে মাত্র ২৭.২৯ শতাংশ। কংগ্রেস নিজেদের ভোট বাড়িয়ে চলে এসেছে ২১.৮৪ শতাংশে।

উল্লেখ্য, এই পাঁচটির মধ্যে চারটি আসনই অবশ্য ছিল আপের দখলে। তবে গত বছরের বিধানসভা নির্বাচনে এঁরা চারজনই বিধায়ক নির্বাচিত হওয়ায় এঁদের আসন ফাঁকা হয়। অপর আসনটি ছিল বিজেপির দখলে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর