করোনাটিকার শংসাপত্রে মোদির ছবি কেন? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল - Bangla Hunt

করোনাটিকার শংসাপত্রে মোদির ছবি কেন? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে কমিশনে তৃণমূল

By Bangla Hunt Desk - March 03, 2021

বাংলা হান্ট ডেক্স ; রাজ্যে বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ করেছে কমিশন। ভোটের আগে বাংলার সব নাগরিককে ফ্রিতে টিকা দেওয়ার কথা। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেও এখনো প্রধানমন্ত্রীর জবাব এসে পৌঁছয়নি নবান্নে। প্রধানমন্ত্রীর ‘গড়িমসিতে’ ব্যাপক ক্ষুব্ধ তৃণমূল (Trinamool) । তার উপর আবার করোনাটিকা দেওয়া সরকারি শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি ও বক্তব্য ছাপানো হয়েছে। নির্বাচন ঘোষণার পর এহেন বিঞ্জাপন কেন? আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূল কংগ্রেসের (Thirumul Congress)।

আরো পড়ুন- নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হতে পারেন শুভেন্দু?

করোনটিকার শংসাপত্রের মোদির ছবি কেন?

পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণা করেছে কমিশন। ভোট ঘোষণার পরেও করোনাকে কাবু করতে মূলত রাজ্যই যেখানে ময়দানে নেমে মোকাবিলা করছে, সেখানে প্রধানমন্ত্রীর এহেন বিজ্ঞাপন কেন? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে সরব শাসকদল তৃণমূল । আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে চিঠি দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে (Sunil Kumar Arora) । অবিলম্বে করোনার টিকাপ্রাপকদের শংসাপত্র থেকে প্রধানমন্ত্রীর ছবি সরিয়ে দেওয়ার দাবি করেছেন তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) । নির্বাচনের আদর্শ নির্বাচনী আচরণবিধির নির্দিষ্ট অংশ (প্রভিশনস অব পার্ট সেভেন, পার্টি ইন পাওয়ার) উল্লেখ করে মঙ্গলবার তিনি বলেন, নির্বাচন কমিশনের স্পষ্ট গাইডলাইন থাকা সত্ত্বেও তা লঙ্ঘন করছে কেন্দ্র। কেন টিকার কো-উইন প্ল্যাটফর্মে টিকার শংসাপত্রে প্রধানমন্ত্রীর ছবি থাকবে? এখনই তা সরাতে হবে। নরেন্দ্র মোদি শুধু তাঁর পদ ও ক্ষমতার অপব্যবহারই করছেন না, একইসঙ্গে ভ্যাকসিন প্রস্তুতকারকদের কৃতিত্বও কেড়ে নিচ্ছেন বলে চিঠিতে উল্লেখ করেছেন ডেরেক।

তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন জানান, বাংলার মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যা (Mamata Bandopadhyay) রাজ্যের প্রত্যেককে বিনামূল্যে করোনার টিকা দিতে চান। তাই ভ্যাকসিনের প্রয়োজনীয় ডোজ পেতে গত ২৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীকে চিঠিও দিয়েছিলেন। কেন্দ্রের দয়া-দাক্ষিণ্য নয়, রাজ্য সরকার নিজের খরচে ভ্যাকসিন কিনে মানুষকে দেবে। অথচ তা নিয়ে মোদির মুখে কোনও কথা নেই। কেন এখনও নবান্নে জবাব পাঠাননি প্রধানমন্ত্রী, সেই প্রশ্ন ছোড়েন ডেরেক। তাঁর আরও সওয়াল, রাজ্যের এই সাধু উদ্যোগে কেন্দ্রের মোদি সরকার অসহযোগিতা করছে কেন? বাংলার মানুষ সব দেখছে, সময়মতো তারা জবাব দেবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর