Solar Eclipse 2022: ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে? দেখে নিন - Bangla Hunt

Solar Eclipse 2022: ৩০ এপ্রিল বছরের প্রথম সূর্যগ্রহণ, কোন রাশির উপর কেমন প্রভাব ফেলবে? দেখে নিন

By Bangla Hunt Desk - April 07, 2022

কয়েকদিন পরেই (আগামী ৩০ এপ্রিল) হতে চলেছে চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ (Solar Eclipse 2022)। গ্রহন হল এক ধরনের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত ঘটনা। সূর্যগ্রহণের সময়, চাঁদ সম্পূর্ণরূপে সূর্যকে ঢেকে দেয়। যার কারণে সূর্যের রশ্মি পৃথিবীতে পৌঁছায় না। এই পুরো ঘটনাটিকে সূর্যগ্রহণ বলা হয়। জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণকে শুভ বলে মনে করা হয় না। এমন পরিস্থিতিতে, আসুন জেনে নেওয়া যাক সূর্যগ্রহণ কীভাবে রাশিচক্রের উপর প্রভাব ফেলবে।

আরো পড়ুন- Kashmiri Pandit: সম্পত্তি ফিরে পাবে কাশ্মীরি পণ্ডিতরা! সংসদে বড় ঘোষণা কেন্দ্রের

কোথায় কোথায় দেখা যাবে সূর্যগ্রহণ?

দক্ষিণ আমেরিকা, আন্টার্টিকা, প্রশান্ত মহাসাগরীয় এবং আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল থেকে সেই গ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী, মধ্যরাতে গ্রহণ শুরু হবে। তাই ভারতে সূর্যগ্রহণ পরিলক্ষিত হবে না।

কোন কোন রাশির উপর কী প্রভাব পড়বে?

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়। ১২ টি রাশির জাতকদের উপরেই গ্রহণের প্রভাব পড়ে। কোন রাশির জাতকদের উপর সূর্যগ্রহণের প্রভাব কী পড়বে, তা দেখে নিন একনজরে –

মেষ- সূর্যগ্রহণের সময় মেষ রাশির জাতকদের অর্থ সংক্রান্ত সমস্যার মুখে পড়তে হতে পারে। সেজন্য এই সময় অর্থ সংক্রান্ত কোনও ঝুঁকি নেবেন না।

বৃষ- সূর্যগ্রহণের সময় আপনার আত্মবিশ্বাস কমে যেতে পারে। সেজন্য অকারণে কোনও জিনিস নিয়ে বেশি ভাবনাচিন্তা করবেন না।

মিথুন- সূর্যগ্রহণের সময় ভিড়ের কোনও জায়গায় যাবেন না। কথাবার্তার ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দিতে হবে।

কর্কট- কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে সূর্যগ্রহণ লাভজনক হবে। এই সময় যে কোনও ধরনের বিনিয়োগ এড়িয়ে চলুন।

সিংহ- এই সময় সিংহ রাশির জাতকদের হাতে টাকা আসতে পারে। তবে কোনওরকম বিনিয়োগ এড়িয়ে চলা ভালো।

কন্যা- সাফল্য পাওয়ার জন্য কন্যা রাশির জাতকদের কঠোর পরিশ্রম করতে হতে পারে। তাই এই সময় চাকরি পরিবর্তনের চেষ্টা করবেন না।

তুলা- তুলা রাশির জাতকদের উপর সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়বে। এই সময় স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃশ্চিক- ব্যবসায়িক দিক থেকে সূর্যগ্রহণের সময় বৃশ্চিক রাশির জাতকদের চাকরি এবং ব্যবসায়িক ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হবে। অহঙ্কার করবেন না। বিনম্র থাকতে হবে।

ধনু- ধনু রাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে। শুত্রুদের পরাজিত করবেন।

মকর- এই সময় অর্থ সংক্রান্ত ঝুঁকি নেবেন না। এই সময় শিশুদের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।

কুম্ভ- সূর্যগ্রহণের সময় কুম্ভ রাশি জাতকদের পারিবারিক বিবাদ এড়িয়ে চলতে হবে। এই সময় দুর্ঘটনা থেকে এড়িয়ে যেতে হবে কুম্ভ রাশির জাতকদের। অবশ্যই ধৈর্য বজায় রাখতে হবে।

মীন- মীন রাশির জাতকদের সূর্যগ্রহণ শুভ বলে বিবেচিত হবে। আপনি আগে যদি বিনিয়োগ করে থাকেন, তাঁরা লাভবান হবেন। শত্রুদের পরাজিত করবেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর