Fake Forest Ranger Officer: ভুয়ো ফরেস্ট রেঞ্জার অফিসার সেজে লক্ষ লক্ষ টাকার কাঠ পাচার যুবকের - Bangla Hunt

Fake Forest Ranger Officer: ভুয়ো ফরেস্ট রেঞ্জার অফিসার সেজে লক্ষ লক্ষ টাকার কাঠ পাচার যুবকের

By Bangla Hunt Desk - April 07, 2022

মালদাঃ- ভুয়ো ফরেস্ট রেঞ্জার অফিসার সেজে লক্ষ লক্ষ টাকার কাঠ পাচার করছিল এক ব্যক্তি । কিন্তু শেষ রক্ষা হল না। গাজোল এর বাসিন্দা গৌতম কর্মকার (GAUTAM KARMAKAR ) নামে এক যুবককে জালে ফেলল পুলিশ। ‌

আরো পড়ুন- Kashmiri Pandit: সম্পত্তি ফিরে পাবে কাশ্মীরি পণ্ডিতরা! সংসদে বড় ঘোষণা কেন্দ্রের

জানা গিয়েছে ধৃত গৌতম কর্মকার দু’বছর আগে পর্যন্ত মালদহে বনদপ্তরের অস্থায়ী কর্মী হিসেবে কর্মরত ছিলেন। কয়েকদিন আগেই বিচার বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাকে কাছ থেকে সরিয়ে দেয় বনদপ্তর ‌। কিন্তু বনদপ্তর এর কাজ কর্ম এবং সরকারি নথি সম্পর্কে তার যথেষ্ট ধারণা রয়েছে। তাই সে সহজেই ভুয়ো সরকারি নথি এবং পারমিট তৈরি করে নেয়। ইতিমধ্যেই আগেও সে লরি বোঝাই কাঠ ভিনরাজ্যে পাচার করে দিয়েছে বলে জানা গিয়েছে।

কয়েকদিন ধরেই বনদপ্তর এর কাছে অবৈধ চোরাচালানের অভিযোগ ছিল। ‌ এরপরেই নাকা চেকিংয়ে নেমে তিন দিন আগে মালদহের পরানপুর এলাকায় একটি কাঠ বোঝাই লরি আটকায় বনদপ্তর এর বিশেষ টিম । চালক এর কাছ থেকে যে ট্রানজিট পারমিট তারা দেখে তা নিয়ে যথেষ্ট সন্দেহ হয় বনদপ্তরের।

এরপর জানা যায় যে ওই ট্রানজিট পারমিট সম্পূর্ণ নকল । এরপর গ্রেফতার করা হয় রাজস্থানের বাসিন্দা পেশায় লরি চালক আমরত সিং (AMRAT SINGH) কে। তাকে জেরা করে গৌতম কর্মকার এবং সোহেল রানা নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তাদেরকে জেরা করে এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত তা জানার চেষ্টা চালাচ্ছে বনদপ্তর। জানা গিয়েছে মালদহের রতুয়া থানার অন্তর্গত পরানপুর থেকে সুদূর রাজস্থানে (RAJASTHAN) এই লরি বোঝাই কাঠ পাচার করা হচ্ছিলো। এই চক্র ধরা পড়ায় যথেষ্ট খুশি হয়েছেন স্থানীয় ব্যবসায়ী এবং মানুষজন। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। এই ঘটনায় আর কারা যুক্ত রয়েছে খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর