মোহনবাগানের নতুন তাঁবু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় - Bangla Hunt

মোহনবাগানের নতুন তাঁবু উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

By Bangla Hunt Desk - April 05, 2022

কলকাতাঃ মোহনবাগান ক্লাবের নতুন তাঁবু তৈরি। আর সেই নতুন তাঁবু উদ্বোধন করতে চলেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিঃসন্দেহে সবুজ-মেরুন সমর্থকদের জন্য এটা অত্যন্ত খুশির খবর। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পর এমনটাই জানিয়েছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং সহ সভাপতি কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীকে মোহনবাগান ক্লাবের নতুন তাবুর উদ্বোধন করার অনুরোধ জানিয়ে আমন্ত্রণ জানিয়েছেন এই দুই কর্তা। মুখ্যমন্ত্রীর হাতে মোহনবাগানের অমর একাদশের একটি স্মারক তুলে দেন কুণাল-দেবাশিস।

আরো পড়ুন- ৫ বছরের শিশুকে খুনের পর ধর্ষণের অভিযোগে উত্তপ্ত নোয়াখালী

পরে দেবাশিস বলেন, “মুখ্যমন্ত্রী আমাদের ৫০ লক্ষ টাকা দিয়ে ক্লাব তাবু সংস্কার করতে সাহায্য করেছিলেন। তাই আমরা কৃতজ্ঞতাবশত তাঁকে ধন্যবাদ জানাতে এসেছিলাম। আমরা অনুরোধ করেছিলাম, যাতে তিনি আমাদের ক্লাবের নতুন তাবুর উদ্বোধন করেন। তিনি উদ্বোধন করতে রাজি হয়েছেন।”

ঘটনাচক্রে, মোহনবাগানে সভাপতি বাছাইয়ের বিষয়টি ঝুলে রয়েছে। সেই বিষয়ে একাধিক হেভিওয়েট ব্যক্তির নাম ঘোরাফেরা করছে। এটিকে কর্ণধার এবং মোহনবাগানে বিনিয়োগকারী সঞ্জীব গোয়েঙ্কার নামও ভেসে উঠেছে। সূত্রের খবর, দ্রুতই নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর