প্রসব যন্ত্রণা সহ্য করেই হাসপাতালে উচ্চমাধ্যমিক, পরীক্ষা শেষে করেই কন্যা সন্তানের জন্ম দিলেন পরীক্ষার্থী - Bangla Hunt

প্রসব যন্ত্রণা সহ্য করেই হাসপাতালে উচ্চমাধ্যমিক, পরীক্ষা শেষে করেই কন্যা সন্তানের জন্ম দিলেন পরীক্ষার্থী

By Bangla Hunt Desk - April 03, 2022

বাংলাহান্ট ডেস্কঃ প্রসব যন্ত্রণা সহ্য করেই হাসপাতালে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন এক পরীক্ষার্থী, পরে পরীক্ষা শেষে করেই জন্ম দিলেন এক কন্যা সন্তানেরও ৷ শনিবার পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডিতে এই ঘটনায় ওই ছাত্রীর মনের জোরকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

আরো পড়ুন- Imran Khan: ‘রাস্তায় নেমে প্রতিবাদ করুন’, আস্থাভোটের আগে ‘হিংসার উসকানি’ ইমরানের

জানা গিয়েছে, পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত খটকাডি গ্রামের বাসিন্দা সরস্বতী মাহাতো ৷ বাঘমুন্ডি গার্লস হাইস্কুলের এই ছাত্রী এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী (HS Candidate from Purulia) ৷ এক বছর আগে তাঁর বিয়ে হয়। শনিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য হোম সেন্টারে পৌঁছনোর পরেই প্রসব যন্ত্রণা শুরু হয় সরস্বতী মাহাতোর ৷ দ্রুত তাঁকে বাঘমুন্ডির পাথরডি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সরস্বতী জানান, প্রসব যন্ত্রণা সহ্য করেই তিনি পরীক্ষা দিতে চান ৷ স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেখানেই তাঁর পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ তারপর প্রসব যন্ত্রণা সামলেই পরীক্ষা দিচ্ছিলেন তিনি। পরীক্ষার প্রায় শেষ পর্বে ফের প্রসব যন্ত্রণা ওঠে সরস্বতীর ৷ লিখিত পরীক্ষা দেওয়ার পর এই ‘জীবন পরীক্ষা’তেও পাশ করেছেন সরস্বতী ৷ জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যা সন্তানের ৷

প্রসব যন্ত্রণা সহ্য করেই হাসপাতালে উচ্চমাধ্যমিক

ওই পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ তথা বাঘমুন্ডির অবর বিদ্যালয় পরিদর্শক অভিষেক পাল বলেন, ” ওই ছাত্রীর মনের জোরের প্রশংসা করতেই হয়। প্রসব যন্ত্রণায় পরীক্ষা দিতে দিতে শেষ মুহূর্তে ওই ছাত্রী কন্যাসন্তানের জন্ম দেন।” তিনি ও তার সদ্যোজাত কন্যাসন্তান (Girl child) দু’জনেই সুস্থ আছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সদ্য মা হওয়া সরস্বতী বলেন, “পরীক্ষা ভাল হয়েছে। এই দিনটার কথা কোনওদিনও ভুলব না।” এই খবর শুনে অনেকেই বলছেন, সরস্বতী যার নাম, তিনি তো এমন অসাধ্য সাধন করবেনই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর