ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! ১৯-২০ তারিখেই বদলে যাবে আবহওয়া - Bangla Hunt

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! ১৯-২০ তারিখেই বদলে যাবে আবহওয়া

By Bangla Hunt Desk - March 16, 2022

বাংলাহান্ট ডেস্কঃ ধেয়ে আসছে ঘূর্ণিঝড় সিত্রাং! আগামী ২১ মার্চ আছড়ে পড়তে চলেছে উপকূল অংশে। মূলত দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলে এই ঝড় আছড়ে পড়বে সাইক্লোন সিত্রাং, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

আরো পড়ুন- ইউক্রেন ফেরত ডাক্তারি পড়ুয়াদের ভবিষ্যতের জন্য সবরকম সাহায্যের আশ্বস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ইতিমধ্যেই ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নতাপ তৈরি হয়েছে। যা আগামী কয়েকদিনের মধ্যেই ভয়াবহ সাইক্লোনের আকার ধারণ করবে। কোন দিকে হবে এই সাইক্লোনের যাত্রাপথ? হাওয়া অফিস জানাচ্ছে, মঙ্গলবার রাতেই গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যা বুধবার সকাল সাড়ে আটটা নাগাদ দক্ষিণ বঙ্গোপসাগরের উপর রয়েছে। এরপর সেটি অগ্রসর হচ্ছে পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে। আগামী ১৯ মার্চ সকালে বঙ্গোপসাগর এবং আন্দামান উপকূলের সংলগ্ন অঞ্চলে আরও গভীর নিম্নচাপে পরিণত হবে। ২০ মার্চেই সাইক্লোনের আকার ধারণ করবে নিম্নচাপটি। যা আগামী ২১ মার্চ ভূপৃষ্ঠে আছড়ে পড়বে। অর্থাৎ সোমবারই উপকূল অংশে তাণ্ডব চালাতে চলেছে সিত্রাং। ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিচার পর্যন্ত হতে পারে সিত্রাংয়ের গতিবেগ।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর