মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে বিধ্বংসী আগুন - Bangla Hunt

মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে বিধ্বংসী আগুন

By Bangla Hunt Desk - January 18, 2022

নিউজ ডেক্সঃ ফের শহরে অগ্নিকাণ্ডের ঘটনা। মঙ্গলবার দুপুরে কলকাতার মল্লিকবাজারে বন্ধ সিনেমা হলে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরেই বন্ধ অবস্থায় রয়েছে শহরের এই পুরনো সিনেমা হলটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

আরো পড়ুন- আগ্নেয়াস্ত্র সহ ডাকাত দলের ৩ পান্ডাকে গ্রেফতার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ

শহর কলকাতার (Kolkata) হলের একতলা ও স্ক্রিন পুরোটাই পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যালকনিও। হলটি বন্ধ থাকায় ভিতরে পুরোপুরি অন্ধকার হয়ে ছিল। ফলে আগুন নেভাতে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তাই দ্রুততার সঙ্গে আশপাশের দোকানগুলি খালি করা হয়েছে। তবে স্বস্তি একটাই, হলটি বন্ধ থাকায় ভিতরে লোকজন কেউ ছিল না। ঘটনায় হতাহতের খবর নেই। স্থানীয় বাসিন্দারা বলছেন, কয়েকদিন আগেই ওই হলটিতে ছোটখাটো অগ্নিকাণ্ড ঘটে। তারপরই হলের ইলেকট্রিক লাইন কেটে দেওয়া হয়। ফলে সেখান থেকে আগুন লাগার কোনও সম্ভাবনা নেই। তাই ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক ভাবে প্রোজেক্টর রুম থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছয়। আগুন লাগার জেরে পার্ক স্ট্রিটে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর