Madan Mitra: বিপাকে মদন! নাম না করে প্রাক্তন মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে বোমা ফাটালেন পুত্রবধূ - Bangla Hunt

Madan Mitra: বিপাকে মদন! নাম না করে প্রাক্তন মন্ত্রীর পরিবারের বিরুদ্ধে বোমা ফাটালেন পুত্রবধূ

By Bangla Hunt Desk - January 15, 2022

এবার বিপাকে প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) । নাম না করে তার বড় ছেলে স্বরূপের বিরুদ্ধে মারধর ও অত্যাচারের অভিযোগ তুলেছেন স্বাতী। তাঁর দাবি, মিত্র পরিবারের অত্যাচারের জেরেই তিনি একবস্ত্রে শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে গিয়েছিলেন। কিন্তু সেখানেই নিস্তার মেলেনি। বিচারের দাবি জানালেই নাকি মদন মিত্র ও তাঁর বড় ছেলে ‘দেখে নেওয়ার’ হুমকি দেন। যদিও এ নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ জানায়নি স্বাতী।

আরো পড়ুন- বিয়ে বাড়িতে একসঙ্গে ২০০ জনের ছাড়, ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যে বাড়ল বিধিনিষেধের মেয়াদ

শনিবার ফেসবুক লাইভে আসেন স্বাতী রায়। সেখানেই তিনি জানান, ২০১৪ সালে দেখাশোনা করে মদন মিত্রের বড় ছেলের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর পরিস্থিতি বদলে যায় বলে দাবি করেছেন তিনি। স্বাতীর কথায়, “বিয়ের পর জানতে পারি, যাঁর সঙ্গে বিয়ে হয়েছে সে সাইকোপ্যাথ। মুঠো মুঠো ঘুমের ওষুধ খেত। মদ্যপান করত। আমার গায়ে হাত তুলতে শুরু করল। অকথ্য গালিগালাজ করত।” মন্ত্রীর পুত্রবধূ আরও জানিয়েছেন, “আমার শ্বশুর-শাশুড়ি মারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। আমি বিচার চেয়েছিলাম। বিচার আমি পাইনি।”

স্বাতী দাবি, অত্যাচার এড়াতে বাড়ি ছেড়েছিলেন তিনি। দিদির বাড়িতে থাকতেন। তার পরেও রেহাই মেলেনি। তার পরেও বিভিন্নভাবে তিনি অত্যাচারিত হয়েছেন বলে দাবি করেছেন। এমনকী, আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলেও দাবি করেছেন তিনি। অত্যাচারের সমস্ত প্রমাণ আছে বলে দাবি করেছেন স্বাতীদেবী। যদিও পুলিশের কাছে কোনও অভিযোগ তিনি দায়ের করেননি। যা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

যদিও মিত্র পরিবারের দাবি, স্বাতীর অভিযোগ ভিত্তিহীন। মদন মিত্রের বক্তব্য, ‘‘এটা সম্পূর্ণ ভাবে আমার ছেলের ব্যাপার। আমি এই ধরনের কোনও খবর রাখি না। আমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। পড়শু দিনও স্বাতী আমার দক্ষিণেশ্বরের ফ্ল্যাটে ছিল। ছেলেকে নিয়ে খেলাধুলো করেছেন। তবে ভারতবর্ষে কেউ আইনের ঊর্ধ্বে নন। আইনে যা আছে তাই হবে। খুব দুর্ভাগ্যজনক।’’

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর