ইতালি থেকে অমৃতসরে ফেরা বিমানের ১৭৩ জন যাত্রীই করোনা পজিটিভ - Bangla Hunt

ইতালি থেকে অমৃতসরে ফেরা বিমানের ১৭৩ জন যাত্রীই করোনা পজিটিভ

By Bangla Hunt Desk - January 08, 2022

ইতালি (Italy) থেকে পঞ্জাবের অমৃতসরে (Amritsar) ফেরা একটি বিমানের অধিকাংশ যাত্রী কোভিড আক্রান্ত হওয়ার রিপোর্ট এল। বৃহস্পতিবারই অমৃতসরে ইতালি থেকে একটি বিমান ফিরেছিল, যেটির ১২৫ জন যাত্রী করোনা আক্রান্ত হয়েছিলেন, পরের দিন ফের একই ঘটনা। অমৃতসর বিমানবন্দরে নামার পর যাত্রীদের কোভিড পরীক্ষা করা হলে এই ১৭৩ জন যাত্রীর করোনার রিপোর্ট পজিটিভ আসে।

আরো পড়ুন- বকেয়া পুরভোট কি স্থগিত হয়ে যাবে! কমিশনের কাছে হলফনমা চাইল হাইকোর্ট

বিমানবন্দর আধিকারিক সূত্রে জানা গিয়েছে শুক্রবার রোম-অমৃতসর একটি চাটার্ড বিমান অমৃতসর বিমানবন্দরে নামে। যাত্রীদের সকলের বাধ্যতামূলক ভাবে কোভিড পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার রিপোর্টে দেখা যায় ১৭৩ যাত্রী কোভিড আক্রান্ত।

যাত্রীদের মধ্যে যাঁদের রিপোর্ট পজিটিভ এসেছে তাঁদের বাধ্যতামূলক ভাবে বিচ্ছিন্নবাসে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নির্দেশ অনুযায়ী ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা প্রত্যেক যাত্রীরই বাধ্যতামূলক ভাবে কোডিভ পরীক্ষা করতে হবে। সে কারণে ওই যাত্রীদের বিমানবন্দরে নামতেই কোভিড পরীক্ষা করা হয়েছিল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর