ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা লোপাটের চেষ্টার অভিযোগ - Bangla Hunt

ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা লোপাটের চেষ্টার অভিযোগ

By Bangla Hunt Desk - December 15, 2021

মালদাঃ ভুয়ো অ্যাকাউন্ট থেকে ছাত্রছাত্রীদের স্কলারশিপের টাকা লোপাটের চেষ্টার অভিযোগ বিভিন্ন কলেজের শতাধিক পড়ুয়ার।

আরো পড়ুন- মালদায় কুসংস্কারের ছায়া ! সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ওপর চলল ঝাড়ফুঁক

ঐক্যশ্রী, এস সি-এস টি স্কলারশিপ, বিবেকানন্দ স্কলারশিপের টাকা তছরূপের চক্র সক্রিয় বলে অভিযোগ পড়ুয়াদের। পড়ুয়াদের নাম, ঠিকানা, জাতিগত শংসাপত্র, শিক্ষাগত শংসাপত্রের সমস্ত তথ্য হাতিয়ে ফর্ম ফিলাপ করে নেওয়ার অভিযোগ। অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নাম্বার ও ফোন নম্বর দিয়ে স্কলারশিপের ফর্ম ফিলাপ করা হচ্ছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য মালদা জেলা জুড়ে। পড়ুয়াদের অভিযোগ তপশিলি জাতি, তপশিলি উপজাতি শংসাপত্র নিয়ে পড়ুয়ার নাম, বাবার নাম ঠিক রেখে রাজ্যের বিভিন্ন কলেজের নামে কেউ বা কারা তাদের ফর্ম ফিলাপ করে রেখেছে। পড়ুয়ারা যখন স্কলারশিপের ফর্ম ফিলাপ করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে এই ঘটনা ঘটে রয়েছে। এই ঘটনায় ভীষণ সমস্যার মুখে পড়ুয়ারা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর