বাজারে এল Royal Enfield-এর সবথেকে সস্তার বাইক, জেনে নিন দাম - Bangla Hunt

বাজারে এল Royal Enfield-এর সবথেকে সস্তার বাইক, জেনে নিন দাম

By Bangla Hunt Desk - November 13, 2021

আপনি যদি বাইক প্রেমী হয়ে থাকেন এবং রাইডিং-এর সখ থেকে থাকে তাহলে নিঃসন্দেহে রয়েল এনফিল্ড আপনার চয়েস লিস্টে অবশ্যই থাকবে। তবে এর দামের জন্য এই বাইক মধ্যবিত্তের নাগালের বাইরে থাকে । সেদিক থেকে দেখলে রয়েল এনফিল্ডের সবচেয়ে সস্তার মডেল রয়েছে মিটিওর ৩৫০ । বিএসসিক্স ভ্যারিয়েন্টের দুইটি মডেল মিটিওর ৩৫০ এবং ক্লাসিক ৩৫০ ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে বাইকের বাজারে।

আরো পড়ুন- হাওড়া পুরসভা থেকে ফের আলাদা করা হল বালি পুরসভাকে

তবে এবার এই বাইকের থেকেও কম দামের বাইক লঞ্চ করতে চলেছে রয়েল এনফিল্ড। রয়েল এনফিল্ডের নতুন এই মডেলের নাম Hunter 350 । তবে এই বাইক কবে লঞ্চ হতে চলেছে তা এখনও জানায়নি সংস্থা। তবে রাস্তায় এই বাইক দেখা গিয়েছে টেস্ট ড্রাইভের জন্য। সুতরাং এই বাইক যে খুব শীঘ্রই ভারতীয় বাজারে আসতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহই নেই। আবার এই মডেলের দাম অন্যান্য মডেলের তুলনায় কম হওয়ায় মনের আশা পূরণ করতে পারবেন বহু মধ্যবিত্ত।

হান্টার ৩৫০-এর স্পেসিফিকেশন :

১. সূত্রের খবর, হান্টার ৩৫০ মডেলটির বেশ কিছু ফিচার একদম মিটিওর ৩৫০-এর মতই রাখা হয়েছে।

২. মিটিওর ৩৫০ ইঞ্জিনের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই নতুন মডেল।

৩. এই বাইকে রয়েছে ৩৪৯ সিসি ইঞ্জিন ‌ । যা ২২ বিএইচপি পাওয়ার এবং ২৭ এনএম টর্ক শক্তি উৎপাদন করবে।

৪. এই বাইকের বিশেষ আকর্ষণ, এতে রয়েছে ফাইভ স্পিড গেয়ার বক্স।

৫. মিটিওর ৩৫০ মডেলের তুলনায় এই মডেলের ওজন অনেকটাই কম হবে । পাশাপাশি রয়েছে সেমি ডিজিটাল কনসোল।

৬. আপাতত লঞ্চ করা সমস্ত রয়েল এনফিল্ড মডেলের মধ্যে এর দাম সবচেয়ে সস্তা হবে বলেই মনে করা হচ্ছে। এর দাম হতে পারে ১.৭০ লক্ষ টাকার কাছাকাছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর