১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর - Bangla Hunt

১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ, মুখ্যসচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর

By Bangla Hunt Desk - October 25, 2021

বাংলা হান্ট ডেক্সঃ আগামী ১৫ নভেম্বর থেকে রাজ্যে খুলছে স্কুল। উত্তরবঙ্গের উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক রাজ্যের মুখ্যসচিবকে এই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

আরো পড়ুন- ব্রিজের উপরই ঝুলন্ত স্টেশন

এই মুহূর্তে পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । আজ তাঁর সফরের দ্বিতীয় দিন। উত্তরকন্যায় একটি প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখান থেকেই স্কুল খোলা নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে নির্দেশ দেন তিনি। বলেন, “৪ তারিখ কালীপুজো। ৬ তারিখ ফাইফোঁটা। ১০ আর ১১ তারিখ ছট পুজো। ১৩ তারিখে জগদ্ধাত্রী পুজো রয়েছে। ফলে তোমাকে যা করতে হবে ১৫ তারিখ থেকে করতে হবে। স্কুল কলেজ খোলার ব্যাপারেও ১৫ তারিখ থেকে করে দাও। তার আগে স্কুলগুলি পরিষ্কার করতে হবে। সেগুলিও মাথায় রাখতে হবে।” তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছেন তিনি। আগামী দু’সপ্তাহের মধ্যে স্কুল ও কলেজগুলির স্যানিটাইজ করার কাজ শেষ করতে বলেও নির্দেশ দিয়েছেন মমতা। তিনি বলেন, “স্কুল-কলেজ খোলার আগে প্রস্তুতির সময় দিতে হবে। দীর্ঘ দিন স্কুল বন্ধ ছিল। তাই কিছুটা সময় দিতে হবে যাতে স্কুল কর্তৃপক্ষ সেখানে পরিকাঠামোগত কাজ সেরে ফেলতে পারেন। তার পরেই স্কুল শুরু হবে।”

রাজ্যে করোনার সংক্রমণ আগের থেকে অনেকটাই কম। তবে এখনও দৈনিক সংক্রমণ হাজারের কাছাকাছি রয়েছে। এই পরিস্থিতিতে স্কুল, কলেজগুলিতে নিয়মিত ক্লাস করানো হবে কি না? প্রতি ক্লাসে কতজন পড়ুয়া থাকবে? তা নিয়ে এ দিন কোনও কিছু জানাননি মুখ্যমন্ত্রী। আর তার মধ্যেই প্রায় ২০ মাস পর স্কুল ও কলেজ খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর