আফগানিস্তানের মহিলা ভলিবল খেলোয়াড়ের মুন্ডচ্ছেদ করল তালিবানরা - Bangla Hunt

আফগানিস্তানের মহিলা ভলিবল খেলোয়াড়ের মুন্ডচ্ছেদ করল তালিবানরা

By Bangla Hunt Desk - October 20, 2021

ক্ষমতা দখলের তিন মাসের মধ্যেই তালিবান বুঝিয়ে দিল, তালিবান রয়েছে তালিবানেই ৷ আফগানিস্তানের মহিলা জুনিয়র ভলিবল খেলোয়াড়কে গলা কেটে হত্যা করল তালিবান জঙ্গিরা।

সম্প্রতি পার্সিয়ান অপর্ণারপার্সিয়ান ইন্ডিপেন্ডেন্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে দলের কোচ জানিয়েছেন , ওই মহিলা খেলোয়াড়ের নাম মাহজবিন হাকিমি। অক্টোবর মাসে তাঁকে খুন করে তালিবান। কিন্তু বিষয়টি জানাজানি হয়নি। কারণ তালিবান ওই মহিলা ভলিবল খেলোয়াড়ের বাড়ির লোকেদের হুমকি দিয়েছিল, ঘটনার কথা পাঁচ কান হলে তার পরিবারকেও খুন করবে।

মাহজাবিন আশরাফ গনি সরকারের পতনের আগে কাবুল পৌরসভা ভলিবল ক্লাবের হয়ে খেলেছিলেন এবং ক্লাবের অন্যতম তারকা খেলোয়াড় ছিলেন । কিছু দিন আগে, তাঁর বিচ্ছিন্ন মাথা ও রক্তাক্ত শরীরের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরো পড়ুন- লক্ষ্মীপুজোর দিন ব্যারাকপুরে বিস্ফোরণ, সিলিংয়ের চাঙড় ভেঙে জখম ২

আফগানিস্তানের মহিলা ভলিবল দলের কোচ জানিয়েছেন, অগস্ট মাসে তালিবান কাবুলের দখল নেওয়ার পর মাত্র দু’জন খেলোয়াড় দেশ ছেড়ে পালাতে সক্ষম হয়েছিলেন। কিন্তু মাহজবিন হাকিমি আফগানিস্তান ছেড়ে পালাতে পারেননি। সেই থেকেই তালিবানরা ওই মহিলা ক্রীড়াবিদকে তন্ন তন্ন করে খুঁজছিলেন। কয়েকদিন আগে মাহজাবিনের নিথর দেহের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে। তারপরই ঘটনার কথা সকলে জানতে পারেন।

আফগানিস্তানের মহিলা ভলিবল দলের যে খেলোয়াড়রা দেশ বা বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং সংবাদমাধ্যমের সামনে এসেছেন তাঁদের এবং তাঁদের পরিবারের লোকজনদের খুঁজছে তালিবানরা। স্বাভাবিকভাবেই মহিলা ক্রীড়াবিদ ও তাঁদের পরিবারের সদস্যরা দিন কাটাচ্ছেন চরম আশঙ্কা আর উৎকণ্ঠায়। হতাশা আর ভয়কে সঙ্গী করে। কেউ অন্যত্র পালিয়ে গিয়েছেন, কেউ আত্মগোপনে বাধ্য হয়েছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর