মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করছেন? দারুন সুযোগ, মাত্র ১৩০ টাকা সঞ্চয়ে পান ২৭ লক্ষ টাকা - Bangla Hunt

মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করছেন? দারুন সুযোগ, মাত্র ১৩০ টাকা সঞ্চয়ে পান ২৭ লক্ষ টাকা

By Bangla Hunt Desk - June 04, 2021

বাংলা হান্ট ডেক্সঃ কন্যা সন্তানের জন্মের পর থেকেই বাবা-মা তার উজ্জ্বল ভবিৎষতের জন্যে চিন্তা করে। মেয়ের পড়াশোনা থেকে শুরু করে বিবাহের খরচের জন্য বিনিয়োগের মাধ্যম খুঁজতে থাকে তাঁরা। বিশেষ করে মেয়ে বড় হলে বিয়ের চিন্তায় বেশ কয়েকগুণ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন বাবা ও মায়েরা ৷ সেই দিক মাথায় রেখেই দেশের সব থেকে বড় সংস্থা ভারতীয় জীবন বিমা নিগম বা LIC একটি বিশেষ পিলিসি এসেছে মেয়ের বিয়ের জন্য ২৭ লক্ষ টাকা দেবে ৷

আরো পড়ুন- লকডাউনের বিধিনিষেধ না মেনেই চলছে ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং, দাবি ফেডারেশনের

মেয়েদের ভবিষ্যত সুদৃঢ় করতে জন্ম থেকেই একটি ভাল বিমা করা উচিৎ ৷ এমন পরিস্থিতিতে কন্যাসন্তানের কথা মাথায় রেখে ভারতের জীবন বীমা কর্পোরেশন (LIC) একটি বিশেষ পরিকল্পনা নিয়েছে। এর নাম এলআইসি কন্যাদান পলিসি (LIC Kanyadaan policy)। এলআইসির এই প্রকল্পটি স্বল্প আয়ের পিতামাতাদের তাদের মেয়ের বিয়ের জন্য অতিরিক্ত টাকা সংগ্রহ করতে সহায়তা করে।

এলআইসি কন্যাদান পলিসির (LIC Kanyadaan policy) আওতায় একজন বিনিয়োগকারীকে প্রতিদিন ১৩০ টাকা অর্থাৎ বার্ষিক ৪,৪৫০ টাকা জমা দিতে হয়। পলিসির আওতায় ৩ বছরেরও কম সময়ে প্রিমিয়াম প্রদান করতে হয়। ২৫ বছর পরে, এলআইসি থেকে প্রায় ২৭ লাখ টাকা পাওয়া যায়। এলআইসি কন্যাদান পলিসিতে (LIC Kanyadaan policy) বিনিয়োগকারীর ন্যূনতম বয়স ৩০ বছর হতে হবে এবং বিনিয়োগকারীর মেয়ের ন্যূনতম বয়স ১ বছর হতে হবে।

এলআইসি কন্যাদান পলিসির (LIC Kanyadaan policy) মেয়াদ সর্বনিম্ন ১৩ বছর। যদি বিনিয়োগকারী ব্যক্তির কোনও কারণে মৃত্যু হয় তবে সেই ব্যক্তিকে এলআইসির পক্ষে অতিরিক্ত পাঁচ লক্ষ টাকা পাবে। এই প্রকল্পের আওতায় যদি কোনও ব্যক্তি পাঁচ লক্ষ টাকার বীমা নেন, তবে তাকে ২২ বছরের জন্য মাসিক কিস্তি হিসাবে ১,৯৫১ টাকা দিতে হবে। সময় শেষ হলে, ১৩.৩৭ লক্ষ টাকা পাওয়া যাবে। একইভাবে, যদি কোনও ব্যক্তি ১০ লক্ষ টাকার বীমা গ্রহণ করে, তবে তাকে মাসে ৩,৯০১ টাকা মাসিক কিস্তি দিতে হবে। মেয়াদ শেষে বিনিয়োগকারী পাবে ২৬.৭৫ লক্ষ টাকা।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর