চীনে করোনা শুরুর আগেই উহানের সেই ল্যাবের ৩ বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন - Bangla Hunt

চীনে করোনা শুরুর আগেই উহানের সেই ল্যাবের ৩ বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন

By Bangla Hunt Desk - May 27, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ফের শিরোনামে উঠে এলো চিনের কুখ্যাত ল্যাব উহানের ওই ল্যাবটি। এই ল্যাবে সর্বপ্রথম দেখা গিয়েছিল করোনা নামক মারণ ভাইরাসটিকে। ২০১৯ সালের নভেম্বর মাসে আবিষ্কার হয় ওই ভাইরাস, কিন্তু এবারে এমন একটি চাঞ্চল্যকর রিপোর্ট সামনে এসেছে, যা একেবারে সকলের জন্য নতুন তথ্য সামনে এনেছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে, এই করোনা আবিষ্কারের অনেক আগেই এই ল্যাবের ৩ জন বিজ্ঞানী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই সঙ্গে উহানের সেই ল্যাব থেকেই করোনা সংক্রামন ছড়ানোর আশঙ্কা আরও জোরদার হল। আমেরিকার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নতুন এই রিপোর্টটি প্রকাশ করল ওয়াল স্ট্রিট জার্নাল। রবিবার রিপোর্টটি প্রকাশিত হয়।

আরো পড়ুন- সুখবর, ১ জুলাই থেকে বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের! কত বাড়ছে জেনে নিন

চীনের উহান ল্যাব থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছিল কি না, তা নিয়ে বৃহত্তর তদন্তের দাবি অনেকদিন ধরেই উঠেছে। ওয়াল স্ট্রিট জার্নালের নতুন রিপোর্ট সেই দাবিকে আরও শক্তিশালী করল। কারণ, ঠিক কতজন গবেষক আক্রান্ত হয়েছিলেন, কোন সময় তাঁরা অসুস্থ হন এবং তাঁদের হাসপাতালে যাওয়ার সুনির্দিষ্ট তথ্য এই রিপোর্টে উঠে এসেছে। ঘটনাচক্রে করোনা ভাইরাসের উৎস সংক্রান্ত পরবর্তী স্তরের তদন্ত নিয়ে আলোচনা করতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) সর্বোচ্চ নীতি নির্ধারণ কমিটি। তার ঠিক আগেই এই নয়া রিপোর্ট সামনে এল। উহানের ল্যাব থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার তত্ত্ব নিয়ে চর্চাও ফের তুঙ্গে উঠল। এর আগে হু চীনকে ক্লিনচিট দিলেও, উহানের ওই ল্যাবরেটরি সম্পর্কে নতুন করে তদন্ত দরকার বলে অভিমত দিয়েছিল একাধিক দেশ। তার প্রেক্ষিতেই নতুন করে বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে হু।

ওয়াল স্ট্রিট জার্নালের এই রিপোর্ট নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র। তবে তাঁর বক্তব্য, করোনা সংক্রমণের শুরুর দিনগুলি এবং চীন থেকেই এর সূত্রপাত কি না, তা বাইডেন প্রশাসনের কাছে এখনও সমান গুরুত্বপূর্ণ। রাজনীতির ঊর্ধ্বে উঠে মহামারীর উৎস সন্ধানে হু এবং অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে একযোগে কাজ করছে মার্কিন প্রশাসন।

যদিও নতুন রিপোর্টের সত্যতা মানতে রাজি নয় চীন। রবিবার এবিষয়ে যাবতীয় অভিযোগ উড়িয়ে দেয় চীনা বিদেশ মন্ত্রক। তাদের বক্তব্য, ফেব্রুয়ারি মাসে হু-এর বিশেষজ্ঞরা উহানের ল্যাব পরিদর্শনের পর সেখান থেকে ভাইরাস ছড়ানোর তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন। যদিও আমেরিকা এই ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এখনও রং চড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর