ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের - Bangla Hunt

ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের

By Bangla Hunt Desk - May 25, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার (Post poll violence) জেরে পশ্চিমবঙ্গ থেকে অনেকে ভিনরাজ্যে পালিয়ে গিয়েছেন। জেলায় জেলায় এখনও অব্যাহত ভোট পরবর্তী হিংসা (West Bengal Violence)। এই বিষয়ে এবার রাজ্যকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতে দায়ের হওয়া একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি নোটিশ পাঠানো হয়েছে কেন্দ্রীয় সরকারকেও।

আরো পড়ুন- সরলাকে দলে ফেরানো হবে না’ কড়া বার্তা মৌসম নূরের

গত ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরনোর পর থেকেই রাজ্যে হিংসা চলছে। রাজনৈতিক হিংসার এই ঘটনায় বিশেষ তদন্তকারী দলকে দিয়ে তদন্তের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দেওয়া হয়েছে বলে খবর। বিচারপতি বিনীত সারেন এবং বিচারপতি বি আর গাবাইয়ের অবকাশকালীন বেঞ্চ এই মামলার শুনানিতে রাজ্যের জবাব তলব করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে এই নোটিশের উত্তর জানাতে বলা হয়েছে আদালতে।

মঙ্গলবার দেশের শীর্ষ আদালতের তরফে জানানো হয়েছে, অন্তত মানবিকতার খাতিরে রাজ্য ছেড়ে অন্যত্র চলে যাওয়া বাসিন্দাদের জন্য ব্যবস্থা করুক সরকার। তবে এ বিষয়ে রাজ্য সরকারের কী ভাবনা, তাও জানতে চাওয়া হয়েছে। আগামী ৭ তারিখের মধ্যে রাজ্যের থেকে হলফনামা চাওয়া হয়েছে।

এদিকে, এই মামলার আবেদনকারীর আইনজীবী পিঙ্কি আনন্দের আর্জি মেনে জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং জাতীয় সংখ্যালঘু কমিশনকে রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর