বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সাফ জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু - Bangla Hunt

বাতিল হচ্ছে না মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সাফ জানালেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু

By Bangla Hunt Desk - May 20, 2021

বাংলা হান্ট ডেক্সঃ বাতিল করা হচ্ছে না মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। করোনা নিয়ন্ত্রণে এলেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করা হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করা হবে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পুরনো আদলেই জোড়া পরীক্ষা, না কি নেওয়া হবে নতুন কোনও পদ্ধতি? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ও মধ্যশিক্ষা পর্ষদের মতামত নিচ্ছে সরকার।

আরো পড়ুন- নারদা মামলার শুনানি স্থগিত শুনে ভেঙে পড়লেন ৪ নেতা মন্ত্রী

কবে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা? কার্যত চিন্তার মধ্যে দিন কাটছে রাজ্যের কয়েক লক্ষ পড়ুয়া এবং অভিভাবকদের। এই অবস্থায় বৈঠক করলেও কবে ঠিক পরীক্ষা হবে তা নিশ্চিত করে কিছুই বলতে পারলেন না শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

তবে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্পষ্ট জানিয়েছেন, যেভাবে করোনা পরিস্থিতি ভয়াবহ হচ্ছে তাতে এখনই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক হচ্ছে না। অতিমারী পরিস্থিতি কেটে গেলেই দুই পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যেই একাদশ শ্রেণির পরীক্ষা বাতিল করা হয়েছে। তবে কি মাধ্যমিক-উচ্চমাধ্যমিকও বাতিল হতে চলেছে, এমন গুঞ্জনও চতুর্দিকে শোনা যাচ্ছে। তবে সেই জল্পনায় জল ঢাললেন শিক্ষামন্ত্রী। কোনওভাবেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাতিল হবে না বলেই জানিয়ে দিলেন ব্রাত্য বসু। তবে পরীক্ষার দিনক্ষণ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

পাশাপাশি রাজ্য সংক্রমণের হার ক্রমশ কমছে বলে শিক্ষা মন্ত্রী দাবি করেন। এই পরিস্থিতিতে তিনি আশাবাদী দ্রুত পরীক্ষার ব্যবস্থা করা যাবে। এ বিষয়ে দেশ বিদেশের বিশেষজ্ঞদের জুনের শেষের দিকে করোনা প্রকোপ কমবে বলে দাবির উপরই বিশ্বাস রাখছে রাজ্য।

প্রসঙ্গত চলতি বছরের ১ জুন থেকে মাধ্যমিক ও ১৫ জুন থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। গত বছর মাধ্যমিক পরীক্ষা শেষ হলেও উচ্চমাধ্যমিকের তিনটি পরীক্ষা বাকি ছিল। পরে আগের পরীক্ষার মধ্যে সেরা নম্বরের ভিত্তিতে পরবর্তী পরীক্ষাগুলিতে নম্বর দেওয়া হয়েছিল। এর আগে এ বছরের মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি থেকে পিছিয়ে ১ জুন করা হয়েছিল। গত বছরের ২৬ ডিসেম্বর পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর