বালুরঘাটে মানুষের পাশে রেড ভলেনটিয়াররা - Bangla Hunt

বালুরঘাটে মানুষের পাশে রেড ভলেনটিয়াররা

By Bangla Hunt Desk - May 19, 2021

বালুরঘাটঃ প্রবল শ্বাসকষ্ট। প্রয়োজন অক্সিজেন। বালুরঘাটের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব হরি মাধব মুখোপাধ্যায়ের পরিবারের কাছে এমন খবর পেয়েই ছুটল রেড ভলান্টিয়াররা। এদিন হরিমাধৰ বাবুর চকভবানির বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে , সেটিকে ব্যবহার যোগ্য করে দিয়েছে তারা। করোনা রিপোর্ট নেগেটিভ এলেও, অসুস্থ রয়েছেন হরিমাধৰ বাবু।

রেড ভলেনটিয়াররা বালুরঘাটে এখন ভরসার নাম হয়ে উঠেছে। যত রাতেই ডাক পড়ুক না কেন , হাসি মুখে হাজির তারা। যেমন বালুরঘাট পৌর প্রশাসক মন্ডলীর সদস্য সুতপা সরকার করোনা আক্রান্ত। রেগুলেটর সহ অক্সিজেন সিলিন্ডার এর প্রয়োজন। বিষয়টি জানতে পেরে ওই বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়ে এলেন রেড ভলেন্টিয়ারসরা।

আরে পড়ুন- করোনা সন্দেহে দিনভর বাড়িতে পড়ে রইল বৃদ্ধার মৃতদেহ

করোনার চোখরাঙানি যত বাড়ছে, সাধারণ মানুষকে ভরসা জোগাতে এ ভাবেই পথে নেমে পড়েছে ‘রেড ভলান্টিয়ার্স’। বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার তো বটেই এমনকি খাদ্য সামগ্রী ও রান্না করা খাবার পর্যন্ত পৌঁছে দিচ্ছে এই লাল বাহিনী। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় গুলিতে সেনিটাইজেশন এর কাজ করা, মাস্ক বিলি মানুষকে করোনা সম্পর্কে সচেতনতা করার কাজও চালিয়ে যাচ্ছে বামপন্থী ছাত্র যুব সংগঠনের সদস্যরা। বালুরঘাটে আরএসপি ও সিপিএমের ছাত্র যুব সংগঠনের সদস্যদের নিয়ে তৈরি হয়েছে রেড ভলেন্টিয়ার্স। রাজনীতির রঙ না দেখে, ডাক পেলেই অসুস্থ কোভিড রোগীর জন্য অক্সিজেন খাবার , ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুয়ারে পৌঁছে যাচ্ছেন ‘রেড ভলান্টিয়ার’রা।
রেড ভলান্টিয়ার্স এর তরফ পার্থ, কৌশিক ,সৌভিক রা বলেন, আমাদের সাধ্য সীমিত। তবুও আমরা এই অতিমারীর সময়ে যতটা মানুসের পাশে থাকতে পারি , সেই চেষ্টায় করছি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর