নারদা মামলায় শুভেন্দু-মুকুলের কি হবে! প্রথম প্রতিক্রিয়া দিল বিজেপি - Bangla Hunt

নারদা মামলায় শুভেন্দু-মুকুলের কি হবে! প্রথম প্রতিক্রিয়া দিল বিজেপি

By Bangla Hunt Desk - May 17, 2021

বাংলা হান্ট ডেক্সঃ সোমবার সকালে নারদ কেলেঙ্কারিতে সিবিআই-এর হাতে গ্রেফতার হন নতুন সরকারের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim), পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ও প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। আর নারদ তদন্তে CBI-এর এই গ্রেফতারির পরই নিজাম প্যালেসে পৌঁছে জান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেখানে পৌঁছেই সিবিআই আধিকারিকদের কাছে ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল নেত্রী। সেখানে তিনি এই গ্রেফতারিকে বেআইনি বলে তাঁকেও গ্রেফতারের দাবি তোলেন।

আরো পড়ুন- ‘শুভেন্দু নিজে আমার থেকে ঘুষ নিয়েছে, তাকে কেন গ্রেপ্তার করল না CBI’ ? ম্যাথু স্যামুয়েল

তৃণমূল সাংসদ সৌগত রায়ের (Sougata Roy) কথায়, ‘এটা পুরোপুরিই প্রতিহিংসা। অত্যন্ত নিন্দনীয়। বাংলায় হেরে গিয়ে এখন প্রতিহিংসা চরিতার্থ করতে নেমেছে বিজেপি। তাই সিবিআই-কে কাজে লাগানো হচ্ছে।’

বিজেপির নেতা রাহুল সিনহা এই গ্রেফতারী প্রসঙ্গে বলেন, ‘এত রাজনীতির কোনও যোগ নেই। নির্বাচনের আগে গ্রেফতার হলে আমাদের দিকে আঙুল তুলত, এখন আদালতের নির্দেশেই তদন্ত করছে সিবিআই। তাঁদের হাতে থাকা তথ্য অনুযায়ীই গ্রেফতারী হচ্ছে। এতে আমাদের কিছু বলার নেই।” রাহুল সিনহা তৃণমূলের তরফ থেকে শুভেন্দু-মুকুলকে নিয়ে করা অভিযোগ নিয়ে বলেন, ‘তদন্ত চলছে, তদন্ত যেমন ভাবে এগোবে, সিবিআই তেমন ভাবেই কাজ করবে। এতে আমাদের কিছু বলার নেই।” যদিও দিলীপ ঘোষের এই বিষয়ে এখনও কোনও মন্তব্য আসেনি।

বলে দিই, বিজেপির বিধায়ক মুকুল রায় আপাতত করোনায় আক্রান্ত হয়ে একান্তবাসে রয়েছেন। ওনার স্ত্রীও গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। আরেকদিকে, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে এখনও যোগাযোগ করা যায় নি। তবে আজকের এই ঘটনাকে প্রতিহিংসার রাজনীতি বলতে নারাজ রাহুল সিনহা। তিনি বলেন, ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে তৃণমূল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর