পরিস্থিতি উদ্বেগজনক! বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছুঁই ছুঁই - Bangla Hunt

পরিস্থিতি উদ্বেগজনক! বাংলায় কোভিড আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছুঁই ছুঁই

By Bangla Hunt Desk - May 14, 2021

বাংলা হান্ট ডেক্সঃ করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ। এরই মধ্যে বাংলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ২১ হাজার ছুঁইছুঁই। সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৮৩৯ জন। ১৯ হাজার ১৮১ জন সুস্থ হয়েছেন।    

স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্তের (COVID Cases) সংখ্যা ২০,৮৩৯। উত্তর ২৪ পরগনায় ৪ হাজার পেরিয়ে গিয়েছে সংক্রমিতের সংখ্যা। তার কাছাকাছি কলকাতা। দুই জেলায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪,১৩১ ও ৩,৯২৪।বৃহস্পতিবার ৭০ হাজার ৪৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আক্রান্তের হার ৯.৫৩ শতাংশ।   

 

গত ২৪ ঘণ্টায় বাংলায় মৃত্যু হয়েছে ১২৯ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা যথাক্রমে ৩৯ ও ২৫। হাওড়ায় মৃত্যু হয়েছে ৯ জনের।   

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ১৮১ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৮৬.৬৮%। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ২০ হাজার ২১৩ জন। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর