হাতে ড্রাম ভর্তি বোমা নিয়ে মুর্শিদাবাদের রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে দুষ্কৃতী, রইল হাড়হিম করা ভিডিও - Bangla Hunt

হাতে ড্রাম ভর্তি বোমা নিয়ে মুর্শিদাবাদের রাস্তায় দাপিয়ে বেরাচ্ছে দুষ্কৃতী, রইল হাড়হিম করা ভিডিও

By Bangla Hunt Desk - May 11, 2021

বাংলা হান্ট ডেক্সঃ ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার বোমা উদ্ধার হয়েছিল। আর এবার ভোটের পরেও সেই বোমাতঙ্কে ভুগছে বাংলা। মঙ্গলবার মুর্শিদাবাদ জেলার বড়ঞ্চায় এক দুষ্কৃতীতে হাতে ড্রাম ভর্তি বোমা নিয়ে তাণ্ডব করতে দেখা যায়। ঘটনার পর গোটা এলাকা চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষ আতঙ্কে ভুগছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে।

আরো পড়ুন- বাংলায় রাষ্ট্রপতি শাসন লাগু না হলে চিতায় নিজেকে জ্বালিয়ে দেবেন, ভীষণ প্রতিজ্ঞা এক সাধুর

মুর্শিদাবাদের বড়ঞ্চা থানা এলাকার একঘড়িয়া গ্রামের বাসিন্দা লখি শেখের সঙ্গে তাঁরই প্রতিবেশী মুসশালিম শেখের দীর্ঘদিনের বিবাদ চলছে। জায়গা নিয়ে তাঁদের দুজনের মধ্যে এই বিবাদ। দিন কয়েকধরে লাখি শেখ মুসশালিমকে প্রাণ নাশের হুমকিও দিচ্ছিল। আর এরই মধ্যে নিজের সাঙ্গপাঙ্গকে নিয়ে মুসশালিমের বাড়ির সামনে বোমা নিয়ে তাণ্ডব করে লাখি।

অভিযোগ, লাখি মুসশালিমের বাড়িতে বোমা নিয়ে হামলা চালাতে যায়। স্থানীয়বাসিন্দারা সেই মুহূর্তের ভিডিও ক্যামেরা বন্দি করে। লাখি শেখকে এক ড্রাম ভর্তি বোমা নিয়ে মুসশালিমের বাড়ির সামনে তাণ্ডব করতে দেখা যায় ভিডিওতে।

আরো পড়ুন –  ভবিষ্যতে ISF এর সাথে আর কোন জোট করবেনা কংগ্রেস, সাফ জানালেন অধীর

ঘটনার খবর পেতেই পুলিশ পৌঁছায় এলাকায়। পুলিশের তৎপরতায় এ যাত্রায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এই প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপার শবরী কুমার বলেন, ‘দুই অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। তাঁদের খুব শীঘ্রই গ্রেফতার করা হবে।”

দেখুন ভিডিও-

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর