বীরভূম জেলার মুরারই-তে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস - Bangla Hunt

বীরভূম জেলার মুরারই-তে প্রার্থী বদল করল তৃণমূল কংগ্রেস

By Bangla Hunt Desk - April 04, 2021

বাংলা হান্ট ডেক্স ; ফের প্রার্থী বদল তৃণমূলে। এ বার প্রার্থী বদল হল বীরভূম জেলার মুরারই বিধানসভা কেন্দ্রের। ঘোষিত প্রার্থীর বদলে এ বার প্রার্থী হলেন মোশাররফ হোসেন। আগে ওই আসনে প্রার্থী করা হয়েছিল বর্তমান বিধায়ক আব্দুল রহমান ওরফে লিটনকে।

আরো পড়ুন- বিজেপির পরিবর্তনের স্লোগান আসলে ‘ভাঁওতা’। উত্তরবঙ্গে বিজেপি’কে আক্রমণ মানিকের

গত ৫ মার্চ কালীঘাটের বাসভবনে সাংবাদিক সম্মেলনে বীরভূমের মুরারই কেন্দ্রে আব্দুল রহমানকে প্রার্থী করেছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু শনিবার রাতে বিজ্ঞপ্তি জারি করে তৃণমূল শিবির জানিয়েছেন,করোনায় আক্রান্ত হয়েছেন মুরারইয়ের প্রার্থী। ২৬ মার্চ থেকে হাসপাতালে ভর্তি। এই পরিস্থিতিতে প্রার্থীবদলের সিদ্ধান্ত নিল দল। ওই কেন্দ্রে প্রার্থী হলেন মোসারাফ হোসেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর