শিবপুরের BJP প্রার্থী রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার, সরগরম হাওড়া - Bangla Hunt

শিবপুরের BJP প্রার্থী রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার, সরগরম হাওড়া

By Bangla Hunt Desk - April 03, 2021

বাংলা হান্ট ডেক্স ; ভোটের মুখে প্রাক্তন মেয়র এবং শিবপুরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর বিরুদ্ধে আপত্তিকর পোস্টার পড়ল শিবপুর কদমতলা বাজার এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে সরগরম হাওড়া। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

শনিবার শিবপুরের কদমতলা বাজার এলাকায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর ছবি-সহ বেশ কয়েকটি আপত্তিকর পোস্টার ও ব্যানার নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের। তাঁর বিরুদ্ধে ‘সিপিএমের থেকে সুযোগ নিয়ে ডাক্তারি পাস করেছেন’, ‘মমতার দয়ায় মেয়র হয়ে হাওড়ার মানুষকে বোকা বানিয়ে বহুতল বানানো’ কিংবা’প্রোমোটারের টাকায় চেম্বার খোলা’র মতো গুরুতর অভিযোগ করা হয়েছে। এমনকী, হাওড়ার প্রাক্তন মেয়রকে সরাসরি ‘চোর’ বলেও পোস্টার পড়েছে। ওই পোস্টার ও ব্যানারগুলি ছিঁড়ে ফেলেন বিজেপি কর্মীরা। এরপর ব্যাঁটরা থানা ঘেরাও শুরু হয় বিক্ষোভ। ‘শিবপুর কেন্দ্র নাগরিকবৃন্দ’-এর নামে কে বা কারা এ ধরনের পোস্টার-ব্যানার-হোর্ডিং লাগিয়েছেন, তা জানা না গেলেও অভিযোগের তির তৃণমূলের দিকে।

রথীনের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ররোচনাতেই এ কাজ করেছেন তৃণমূলকর্মীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । তবে এই ঘটনা নিয়ে ব্যাঁটরা থানায় বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মী-সমর্থকেরা।

যদিও রথীনের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন জেলার তৃণমূল নেতৃত্ব। হাওড়া সদরের তৃণমূল সভাপতি ভাস্কর ভট্টাচার্য বলেন, “কে বা কারা এ সব করেছেন, তা আমি জানি না। তবে তৃণমূলের কর্মীরা এ সব করে না। শিবপুর কেন্দ্রে উন্নয়নের জেরেই সবাইকে পরাজিত করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।”

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর