ভোটমুখী বঙ্গে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল - Bangla Hunt

ভোটমুখী বঙ্গে ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ছাড়াল

By Bangla Hunt Desk - April 01, 2021

বাংলা হান্ট ডেক্স ; বৃহস্পতিবার সম্পন্ন হলো বাংলায় দ্বিতীয় দফার ভোট । এদিকে ভোটমুখী বঙ্গে এদিন করোনা আক্রান্তের সংখ্যা একলাফে হাজার ছাড়াল। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৪ জন, মৃত্যু হয়েছে ২ জনের। রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা হাজার পার করা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। সংক্রমণে অবিলম্বে রাশ টানতে না পারলে আরও বড় বিপদের পড়তে পারে বাংলা, আশঙ্কা তাঁদের।

আরো পড়ুন- কেশপুরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ (Coronavirus)। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় (Covid 19) আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। একদিনে দেশে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে আরও জানা যাচ্ছে, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫। করোনায় মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৫। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের।

দেশের মধ্যে মহারাষ্ট্রে করোরা পরিস্থিতি সবচেয়ে বিপদজনক । এই প্রেক্ষিতে সে রাজ্যে লকডাউন জারি করা হতে পারে। সূত্রের খবর, আগামী ২ বা ৩ এপ্রিল মহারাষ্ট্রে দ্বিতীয় লকডাউন জারি করা হতে পারে। নির্দিষ্ট সময়ের জন্য লকডাউন জারি করা হতে পারে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই লকডাউনের প্রস্তুতি শুরু করে দিয়েছে প্রশাসন।উল্লেখ্য, মহারাষ্ট্রে লকডাউন জারির ব্যাপারে কিছুদিন আগেই ইঙ্গিত দিয়েছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর