দেশে লাগাতার বাড়ছে করোনা সংক্রমন, একদিনে আক্রান্ত ৬৮ হাজারের বেশি - Bangla Hunt

দেশে লাগাতার বাড়ছে করোনা সংক্রমন, একদিনে আক্রান্ত ৬৮ হাজারের বেশি

By Bangla Hunt Desk - March 29, 2021

বাংলা হান্ট ডেক্স ; দেশজুড়ে লাগাতার বাড়ছে করোনার সংক্রমন। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার মানুষ । বিশেষজ্ঞদের আশঙ্কা করোনা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে গোটা দেশে। পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য গোটা দেশে করোনার সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা। একইসঙ্গে হোলিকে কেন্দ্র করেও সংক্রমণ লাগামছাড়া হওয়ার আশঙ্কা।

সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা সংক্রমণ বেড়ে গেল দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ হাজার ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯১ জনের। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ২০ লক্ষ ৩৯ হাজার ৬৪৪। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১ হাজার ৮৪৩। একদিকে করোনার সংক্রমণ রুখতে গোটা দেশে টিকাকরণ অভিযান চলছে। ভারতে এই মুহূর্তে করোনার দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে। তবুও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। রাজ্যে-রাজ্যে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ।

আরে পড়ুন- সল্টলেকে বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি

দেশের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রে। একদিনে ৪০ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন সেরাজ্যে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ১০৮ জনের। করোনার সেকেন্ড ওয়েভের প্রভাব দেশজুড়ে পড়েছে। তবে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে এই রাজ্যেই।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর