কলকাতায় ৯০ টাকা ছাড়ালো পেট্রোলের দাম, মুম্বাইয়ে সেঞ্চুরির পথে - Bangla Hunt

কলকাতায় ৯০ টাকা ছাড়ালো পেট্রোলের দাম, মুম্বাইয়ে সেঞ্চুরির পথে

By Bangla Hunt Desk - February 14, 2021

বাংলা হান্ট ডেস্ক ; টানা ৬ দিন ধরে বাড়তে বাড়তে ফের বেলাগাম পেট্রোলের দাম। কলকাতা-সহ দেশের সব বড় শহরেই ‌পেট্রলের দাম ঊর্ধ্বমুখী। কলকাতায় ৯০ টাকা ছাড়িয়ে গিয়েছে, মুম্বইয়ে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। কলকাতায় পেট্রলের দাম বাড়ল লিটারে ২৮ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৩২ পয়সা।

শনিবার থেকে ২৮ পয়সা বেড়ে কলকাতায় লিটার পিছু পেট্রলের দাম দাঁড়িয়েছে ৯০ টাকা ১ পয়সা। কলকাতার পাশাপাশি মুম্বই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, নয়ডা, পাটনা, লখনউ, জয়পুর-সহ দেশের প্রায় সর্বত্র জ্বালানি তেলের দামে আগুন। মুম্বইয়ে তো লিটারপিছু পেট্রলের দাম সেঞ্চুরির পথে। রবিবার মুম্বইয়ে প্রতি লিটার পেট্রলের দাম বেড়ে হয়েছে ৯৫ টাকা ২১ পয়সা। রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রলের দাম ৮৮ টাকা ৪৪ পয়সা। চেন্নাইতে পেট্রলের দাম প্রতি লিটার ৯০ টাকা ৯৬ পয়সা।

দাম বেড়েছে ডিজেলেরও। কলকাতায় প্রতি লিটারে ৩২ পয়সা বেড়ে ডিজেলের দাম হয়েছে ৮২ টাকা ৩৫ পয়সা। বাণিজ্যনগরী লিটার প্রতি ডিজেলের দাম ৮৬ টাকা ৪ পয়সায়। দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৭৯ টাকা ৬ পয়সা। চেন্নাইতে দাম ৮৪ টাকা ১৬ পয়সা।

প্রসঙ্গত, কেন্দ্র বাববার জ্বালানির এই দাম বৃদ্ধির জন্য বিশ্ববাজারে অপরিশোধিত তেল ও জ্বালানির দরকে কাঠগড়ায় রাখছে। যেখানে বিরোধী শিবিরের দাম পেট্রোলের কেন্দ্র যেভাবে ২৫০ শতাংশ শুল্ক বাড়িয়ে যাচ্ছে ও ডিজেলে প্রায় ৮০০ শতাংশ শুল্ক বেড়েছে, তাতে দামের গতি রোখা অসম্ভব।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর