দীনেশ ত্রিবেদী 'বিশ্বাসঘাতক', নোবেল ছাড়া সব কিছুই দিয়ে দিয়েছেন মমতা, কটাক্ষ মদনের - Bangla Hunt

দীনেশ ত্রিবেদী ‘বিশ্বাসঘাতক’, নোবেল ছাড়া সব কিছুই দিয়ে দিয়েছেন মমতা, কটাক্ষ মদনের

By Bangla Hunt Desk - February 12, 2021

বাংলা হান্ট ডেক্স ; রাজ্যসভার অধিবেশন চলাকালীন দলের প্রতি অসন্তোষ প্রকাশ করে নাটকীয়ভাবে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ দীনেশ ত্রিবেদী। ভোটমুখী বাংলায় সাংসদের আচমকা ইস্তফার পরই তৃণমূলের নিশানায় পড়েছেন দীনেশ। প্রাক্তন রেলমন্ত্রীকে কটাক্ষ করে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেছেন, দীনেশকে মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু দিয়েছিলেন। শুধু নোবেল পুরস্কার দেওয়াটাই বাকি ছিল। ইস্তফার পর দীনেশ ত্রিবেদীকে ‘বিশ্বাসঘাতক’ বলেও তোপ দেগেছেন মদন। তাঁর কথায়, লোকসভা নির্বাচনে দীনেশ হেরেছিলেন। তবুও তাঁকে দলের সাংসদ করে রাজ্যসভায় পাঠিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, ‘কয়েকজন নেতার দলত্যাগে’ তৃণমূলে কোনও প্রভাব পড়বে না বলেই দাবি মদনের।

প্রসঙ্গত, এদিন রাজ্যসভার সদস্যপদ থেকে থেকে ইস্তফা দেওয়ার আগে রাজ্যসভায় বক্তব্য রাখার সময় তিনি বলেন, “দলে এখন দম বন্ধ হয়ে আসছে। আমি আমার মনের কথা শুনছি, আর চুপ করে থাকতে পারছি না।” তিনি যোগ করেন, “যেভাবে বাংলায় কাজ হচ্ছে, তা তিনি মেনে নিতে পারছেন না। তাই এতদিনে তিনি তাঁর অন্তরাত্মার ডাকে সাড়া দিয়েছেন। পাশাপাশি তিনি বলেন মানুষের জন্য কাজ করতে চান তিনি।

সঙ্গে দল পরিচালনা ও দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ‘কার সঙ্গে কথা বলবো? কারও কাছে সময় নেই। আর দলের পরিচালনার ভার যখন কর্পোরেট কোম্পানির হাতে চলে যায় তখন কথা বলে লাভ কী? যে রাজনীতির ক – খ জানে না সে আমাদের নেতা হয়ে গিয়েছে’।

বিজেপিতে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, ‘আপাতত আমি নিজের সঙ্গে নিজে থাকবো। যেমনটা রেলমন্ত্রক ছাড়ার পর ছিলাম। আমার জন্য দেশ বড়। গোটা বিশ্ব এখন ভারতক দেখছে। তার মধ্যে সারাদিন রাজনীতির ময়দানে যে ভাবে গালাগালি দেওয়া হচ্ছে এভাবে দেশ চলে না। ইস্তফা দিয়ে অনেকটা হালকা লাগছে’।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর