'কয়লা চোর বিধায়ককে মানছি না মানবো না, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার পাণ্ডবেশ্বরে - Bangla Hunt

‘কয়লা চোর বিধায়ককে মানছি না মানবো না, জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে পোস্টার পাণ্ডবেশ্বরে

By Bangla Hunt Desk - February 03, 2021

বাংলা হান্ট ডেস্ক ; এবার পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে পোস্টার। পোস্টারে লেখা ‘এই বিধায়ক আর নয়’, ‘কয়লাচোর বিধায়ককে মানছি না, মানব না’- বুধবার সকালে এমনই সব পোস্টারে রীতিমতো হই চই পড়ে গেল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। নাগরিক মঞ্চের নাম করে লেখা ওই পোস্টারে পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্রর অপসারণের দাবি জানানো হয়েছে। যে বা যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের বিরুদ্ধে দলের তরফে ব্যবস্থা নেওয়া ও প্রশাসনের দ্বারস্থ হওয়ার আশ্বাস দিয়েছেন তৃণমূলের ব্লক সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি।

কেন্দ্রের স্মার্টসিটি প্রকল্পে বঞ্চনার অভিযোগ তুলে পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের দিকে আঙ্গুল তুলে আসানসোলের পুর প্রশাসক, এমনকী তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতির পদ থেকেও ইস্তফা দিয়েছিলেন জিতেন্দ্র। বলেছিলেন, দল যদি নির্দেশ দেয়, তাহলে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিতেও আপত্তি নেই! কিন্তু ঘটনা হল, দলের সঙ্গে সমস্যা মিটতেও বেশি সময় লাগেনি। কলকাতায় মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পর জিতেন্দ্র জানান, ‘আমার আচরণে দুঃখ পেয়েছেন দিদি। দিদিকে দুঃখ দিয়ে পৃথিবীতে বাঁচতে পারব না। দলেই আছি।’ বস্তুত, দলীয় নেতৃত্বকে ইস্তফাপত্র গ্রহণ না করারও অনুরোধ করেন তিনি। এরপরও অবশ্য তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটি থেকে বাদ পড়েন জিতেন্দ্র। দীর্ঘদিন ঘাসফুল শিবিরে একপ্রকার কোণঠাসা অবস্থায় রয়েছেন তিনি । 



এসবের মাঝেই এবার নাম না করে বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ল পাণ্ডবেশ্বরে। পোস্টারে পোস্টারে ছয়লাপ গোটা এলাকা। রাতের অন্ধকারেই কেউ বা কারা এই পোস্টার লাগিয়েছে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ‘বেসুরো’ হওয়ার পর থেকে পাণ্ডবেশ্বরে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধাচরণ করছেন তৃণমূল কর্মী-সমর্থকদেরই একাংশ। দলে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। যদিও সে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়। 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর