মমতার পর এবার ৯ জানুয়ারি বীরভূমে জেপি নাড্ডা, করবেন রোড শো - Bangla Hunt

মমতার পর এবার ৯ জানুয়ারি বীরভূমে জেপি নাড্ডা, করবেন রোড শো

By Bangla Hunt Desk - January 02, 2021

বাংলা হান্ট ডেস্ক ; নতুন বছরের শুরুতেই বাংলা সফরে আসছেন বিজেপি–র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। বিজেপি সূত্রে খবর, ৯ জানুয়ারি বাংলায় আসছেন তিনি। ওই সফরে বীরভূমে একটি রোড শো–ও করবেন তিনি। পাশাপাশি রাজ্য বিজেপি–র শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।

গত মাসেও রাজ্যে এসেছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। তখন তিনি গিয়েছিলেন ডায়মন্ড হারবারে। সেখানে যাওয়ার পথে নাড্ডার কনভয়ে হামলা হয়। তা নিয়ে ব্যাপক হইচই হয় রাজ্যের রাজনৈতিক মহলে। এরপর রাজ্য সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই সফরে বীরভূম গিয়ে তিনি বোলপুরে বিশাল রোড শো করেন। আর তার পরেই বোলপুরে গিয়ে পাল্টা মিছিল করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা হিসেবে নাড্ডাও বীরভূমে রোড শো করতে চলেছেন বলে মত রাজনৈতিক মহলের।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর