নিজের পোষা কুকুরের নামে সম্পত্তির অর্ধেক লিখে দিলেন মধ্যপ্রদেশের কৃষক - Bangla Hunt

নিজের পোষা কুকুরের নামে সম্পত্তির অর্ধেক লিখে দিলেন মধ্যপ্রদেশের কৃষক

By Bangla Hunt Desk - January 01, 2021

বাংলা হান্ট ডেস্ক ; ছেলেরা দেখভাল করে না, ছেলেদের ব্যবহারে অসন্তুষ্ট বাবা। তাই নিজের সম্পত্তির অর্ধেক লিখেদিলেন পোষা কুকুরের নামে। বাকি অর্ধেক সম্পত্তি তিনি দিয়েছেন নিজের স্ত্রীকে। মধ্যপ্রদেশের এই কৃষকের কান্ড দেখে সকলে অবাক।

   [ আরো পড়ুন – ১০০ দিনের কাজ প্রকল্পে লাখ লাখ টাকা দুর্নীতি, অভিযোগ পঞ্চায়েত উপপ্রধানের বিরুদ্ধে  ]

বুধবার যে উইল করা হয়েছে, তাতে লেখা হয়েছে ওম বর্মার চার একর জমি রয়েছে। সেই জমির অর্ধেক পাবেন তাঁ স্ত্রী ও বাকি অর্ধেক পাবে তাঁর পোষা কুকুর জ্যাকির। যিনি জ্যাকিরের দেখভাল করবেন, তার হেফাজতেই যাবে অর্ধেক সম্পত্তি পাবেন।

এমন সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি জানান, সন্তানরা কেউই তার দেখভাল করেনি। তার দ্বিতীয় স্ত্রী এবং জ্যাকি সবসময় সঙ্গে থেকেছে। এ ছাড়া তার মৃত্যুর পর জ্যাকির দেখভালও হয়তো কেউই করত না। তাই এসব ভেবে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। 

  [ আরো পড়ুন – বছরের প্রথম দিনেই বাড়লো এলপিজি সিলিন্ডারের দাম, জেনে নিন নয়া দাম কত  ]

তবে, গ্রামের পঞ্চায়েত প্রধান এ প্রসঙ্গে বলেন, ‘ছেলেমেয়েদের সঙ্গে ওমনারায়ণের ঝামেলা চলছিল। তাই রাগের মাথায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তার সঙ্গে কথাও বলেছি।’ তবে এ ঘটনা জানাজানির পর সকলেই অবাক হয়ে যান।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর