মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বন্ধের দিনই ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপি - Bangla Hunt

মঙ্গলবার কৃষকদের ডাকা ভারত বন্ধের দিনই ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দিল বিজেপি

By Bangla Hunt Desk - December 07, 2020

বাংলা হান্ট ডেস্ক; উত্তরকন্যা অভিযানে পুলিশি ‘অত্যাচার’-এর প্রতিবাদে আগামিকাল উত্তরবঙ্গে ১২ ঘণ্টার বনধ ডাকল বিজেপি। আগামিকাল কৃষক সংগঠনগুলির ডাকেও ভারত বনধ আছে। যে বনধে নৈতিক সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

[আরো পড়ুন- বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে রণক্ষেত্র শিলিগুড়ি, পুলিশের লাঠিচার্জের মৃত ১, দাবি বিজেপির]

সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড বাধে শিলিগুড়িতে। পুলিশ এবং বিজেপি কর্মীদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জল কামান ব্যবহার করছে পুলিশ। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় শিলিগুড়ি। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত হন। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেন, পুলিশের লাঠিচার্জে তাদের এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে, মৃতের নাম উলেন রায়। বাড়ি গজলডোবায়। দিলীপ ঘোষ বলেন দলের বহু কর্মী আক্রান্ত হয়েছেন”। তাই এই বর্বরোচিত পুলিশি অত্যাচারের প্রতিবাদে আগামীকাল ১২ ঘন্টা উত্তরবঙ্গ বন্ধের ডাক দেয় বিজেপি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর