'ওসি, আইসির মেরুদন্ড নেই, পুলিশের চাকরি ছেড়ে সবজি বিক্রি করুন' পুলিশকে কটাক্ষ দিলীপের - Bangla Hunt

‘ওসি, আইসির মেরুদন্ড নেই, পুলিশের চাকরি ছেড়ে সবজি বিক্রি করুন’ পুলিশকে কটাক্ষ দিলীপের

By Bangla Hunt Desk - September 12, 2020

বাংলা হান্ট ডেস্ক ; কয়েক মাস করেই বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সাংগঠনিক দলীয় কর্মসূচী শুরু করে দিয়েছে। আর তার মধ্যে বিজেপি রাজ্যসভার দিলীপ ঘোষ নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে একের পর এক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়ছেন।

এদিন উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় চায় পে চর্চায় যোগ দিতে গিয়ে ফের বেলাগাম দিলীপ ঘোষ। পুলিশকে বললেন ‘ওসি, আইসির মেরুদন্ড নেই। পুলিশের জন্য আমার দুঃখ হয়। পুলিশের চাকরি ছেড়ে দিয়ে সবজি বিক্রি করুন বেলঘড়িয়াতে। টাকা পাবেন। অন্তত আপনার ছেলে বলতে পারবে যে আমরা বাব সবজি বিক্রি করে।

আরো পড়ুন- BREAKING; অবশেষে পাঁচ অরুণাচলি যুবককে মুক্ত করল চিন, সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে

এর আগেও পুলিশকে বউ বাচ্চার মুখ দেখতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন দিলীপ ঘোষ। তবে সমালোচনার পরও কোনো পরিবর্তন নেই তার।

শনিবার কামারহাটি বিধানসভার একদলীয় অনুষ্ঠান মঞ্চ থেকে পুলিশকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। তিনি বলেন ” যারা দক্ষ পুলিশ আধিকারিক তাদের বসিয়ে রাখা হয়েছে। তারা লজ্জায় বাড়ি থেকে বেরোতে পারেন না। অথচ যারা তৃণমূলকে কাটমানি নিতে সাহায্য করে তারা কাজ করছেন। তাদের কি শক্তিগড়ের ল্যাংচা খাওয়াবো!” ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আরো পড়ুন- ড্রাগ নিতেন কঙ্গনা! কঙ্গনার বিরুদ্ধে আদাজল খেয়ে তদন্তে নামছে মুম্বাই পুলিশ

এর আগেও উত্তর ২৪ পরগনার দলীয় কর্মসূচি থেকে পুলিশকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। ক্ষমতায় আসলে উর্দিধারীদের বউ বাচ্চার মুখ দেখতে দেওয়া হবে না বলে তোপ দেখেছিলেন তিনি। পাল্টা তৃণমূলের তরফে টুইটে জবাব দেওয়া হয়, যারা করোনা পরিস্থিতিতে নিজের জীবন বাজি রেখে কাজ করেছেন তাদের কিভাবে আক্রমণ করছেন তিনি। সেই প্রশ্ন করা হয়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর