BREAKING; অবশেষে পাঁচ অরুণাচলি যুবককে মুক্ত করল চিন, সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে - Bangla Hunt

BREAKING; অবশেষে পাঁচ অরুণাচলি যুবককে মুক্ত করল চিন, সীমান্ত পেরিয়ে তারা ভারতে ঢোকে

By Bangla Hunt Desk - September 12, 2020

বাংলা হান্ট ডেস্ক ; অরুণাচল সীমান্তে নিখোঁজ হওয়া ৫ ভারতীয় যুবককে ফেরত দেওয়ার জন্য লাগাতার চিনের ওপর চাপ দিচ্ছিল ভারত। দফায় দফায় ভারত ও চিনের মধ্যে চলেছে কথাবার্তা। অবশেষে ভারতের প্রবল চাপে নিখোঁজ হওয়া ৫ ভারতীয়কে ফেরত দিতে রাজি হয় চিন। গতকালই কেন্দ্রীয় মন্ত্রী কিরন রিজিজু টুইট করে এ কথা জানিয়েছিলেন। অবশেষে শনিবার সাতসকালে ৫ ভারতীয়কে ফেরত দিয়েছে চিন, ভারতীয় সেনা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে।

সেনা সূত্রে খবর, অরুণাচলের ভারত চিন সীমান্তের কিবিথু বর্ডার এলাকা দিয়ে ভারতের সীমানায় ঢুকে তাদের প্রায় এক ঘণ্টা সময় লাগে।

কয়েকদিন আগে অরুণাচলের ভারত-চিন সীমান্তের কাছে পাঁচ যুবকের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছিল। অরুণাচলের দূর্গম সীমান্তে ওই যুবকরা সেনায় রসদ পৌঁছানোর কাজ করতেন। সেই সময় তারা ভুল করে তারা অরুণাচল পেরিয়ে তিব্বতে প্রবেশ করেছিলেন। তারপর থেকে নিখোঁজ হয়ে যান ওই পাঁচ যুবক। এরপর নিখোঁজ এক যুবকের ভাই সোশ্যাল মিডিয়ায় দাবি করেন যে চিনা ফৌজ তাদের অপহরণ করেছে। একই অভিযোগ করেন সাংসদ তাপির গাও। তারপরই কূটনৈতিক স্তরে চিনের ওপর চাপ বাড়ায় ভারত। অবশেষে মঙ্গলবার চিন শিকার করে নিখোঁজ ওই পাঁচ যুবক তাদের কাছেই আছে এবং তারা ভালো আছে।

আরো পড়ুন- ড্রাগ নিতেন কঙ্গনা! কঙ্গনার বিরুদ্ধে আদাজল খেয়ে তদন্তে নামছে মুম্বাই পুলিশ

কিন্তু তার ঠিক একদিন আগে চিনের বিদেশমন্ত্রক বলেছিল যে তারা ভারতের অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয়না ও কোনও ভারতীয় সীমান্ত পেরিয়ে এসেছে, এমন খবর তাদের নেই। এরপর এই যুবকদের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত ওই পাঁচ যুবককে ফেরত দেওয়ার ব্যাপারে রাজি হয় বেজিং। 

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু জানান, গতকালই সীমান্ত এলাকায় চিনা সেনার সঙ্গে হটলাইনে কথা হয়েছে ভারতীয় সেনার। ওই পাঁচ যুবককে ফেরত দেওয়ার ব্যাপারে কথা হয় দু’পক্ষের মধ্যে। অবশেষে ভারতের প্রবল চাপের চিনের পিপলস লিবারেশন আর্মি ওই যুবকদের ফেরত দেওয়ার কথা জানায়।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর