হোম গার্ডের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়, পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে - Bangla Hunt

হোম গার্ডের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়, পরিবারের দাবি খুন করা হয়েছে তাকে

By Bangla Hunt Desk - September 07, 2020

বালুরঘাট ৭ সেপ্ট; এক তৃনমুল নেতার বাড়িতে কর্মরত এক হোমগার্ডের রহস্য জনক মৃত্যুকে ঘিরে চঞ্চল্য। মৃত হোমগার্ডের নাম সুবোধ বর্মন (50)। বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া এলাকার দক্ষিন শিবরামপুর এলাকায়। গতকাল সন্ধ্যায় তাকে ওই এলাকার কালাইবাড়ি গ্রামে ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানিওরা তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত ওই হোমগার্ডকে বালুরঘাট সুপার ফেসিলিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। আজ দুপুর দেড়টা নাগাদ ওই হোমগার্ডের মৃত্যু হয় বলে জানা গেছে।

মৃত ওই হোমগার্ডের পরিবারের অভিযোগ তাকে খুন করা হয়েছে। তারা দোষীদের উপযুক্ত শাস্তি চায়। পরিবারের লোকজন জানান গতকাল মৃত ওই হোমগার্ড সকাল নয়টা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে বালুরঘাট শহরের কংগ্রেস পাড়ায় অবস্থিত ওই তৃনমুল নেতার বাড়িতে ডিউটিতে যোগ দিতে যান। কিন্তু অন্যদিন বিকেলে বাড়িতে ফিরে এলেও গতকাল সন্ধ্যা অবদ্ধি সে বাড়ি ফিরে না আসায় তারা তার জন্য চিন্তায় ছিলেন। এরপরেই সন্ধ্যা সাতটা নাগাদ স্থানিও মারফত খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে তাকে ক্ষত বিক্ষত অবস্থ্যায় পড়ে থাকতে দেখি। তখনও তার শরিরে প্রান ছিল। কোনরকমে তাকে ওই অবস্থায় নিয়ে বালুরঘাট হাসপাতেলে নিয়ে গিয়ে ভর্তি করি বলে তারা জানান।
এদিকে খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর