এসপ্তাহের প্রথম লকডাউনে মালদা শহর জুড়ে চলছে কড়া পুলিশি টহলদারি, চলছে নাকা চেকিং - Bangla Hunt

এসপ্তাহের প্রথম লকডাউনে মালদা শহর জুড়ে চলছে কড়া পুলিশি টহলদারি, চলছে নাকা চেকিং

By Bangla Hunt Desk - August 20, 2020

মালদাঃ- দুই দিন চলবে লক ডাউন, আর এই দিন বৃহস্পতিবার সকাল থেকে এই সাপ্তাহের লকডাউনের প্রথম দিনে। মালদহের শহরের অন্যতম ব্যস্ত জায়গা রথবাড়ি মোড়, বিচিত্রা মার্কেট সেতু মোড় সহ একাধিক এলাকায় দেখা গিয়েছে পুলিশের টহলদারি এবং নাকা চেকিং। সাপ্তাহিক লকডাউন এর প্রথম দিনই সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় সমস্ত দোকানপাট ছিল বন্ধ তবে শহরের রথবাড়ি এলাকায় যানবাহনের জন্য অপেক্ষা করতে দেখা গেল কিছু যাত্রীদের বেশকিছু যাত্রীর মুখে ছিল না মুখের মাস্ক। এদিকে বালুচরের সেতু মোড় এলাকায় মাস্ক বিহীন পথ চলতে সাধারণ মানুষদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বাড়ি ফেরানো হয়। তাছাড়া এদিন সাপ্তাহিক লকডাউন কার্যকর করতে মালদা শহরের পথে পথে দেখা গেল পুলিশের টহলদারি।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর