বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই - Bangla Hunt

বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছুঁই ছুঁই

By Bangla Hunt Desk - July 26, 2020

সারাদেশের সঙ্গে রাজ্যে ও করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এই সংক্রমণ। সংক্রামন রুখতে রাজ্য সরকার ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে। কনটেনমেন্ট জোন গুলিতে কোথাও আংশিক আবার কোথাও পূর্ণ লকডাউন নির্দেশ জারি করা হয়েছে। কিন্তু তা সত্বেও প্রতি ২৪ ঘন্টায় ভাঙছে আগের ২৪ ঘন্টার রেকর্ড।

রবিবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় বাংলায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন ২,৩৪১ জন। এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। সব মিলিয়ে বাংলায় এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫৮,৭১৮ । এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১,৩৭২ জন।

স্বাস্থ্য দপ্তর আরো জানিয়েছে, বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৯,৫৯৫ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৯৭ জন। ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে হয়েছে ৩৭,৭৫১ জন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর