লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে জমিয়ে মুনাফা লুটলো রেল - Bangla Hunt

লকডাউনে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে জমিয়ে মুনাফা লুটলো রেল

By Bangla Hunt Desk - July 25, 2020

বাংলাহান্ট ডেস্ক ; লকডাউনের মধ্যে শ্রমিক স্পেশাল ট্রেন চালিয়ে মুনাফা করেছে সরকার এমনটাই অভিযোগ বিরোধীদের। রাজ্যগুলির কাছ থেকে ওই ভাড়া নিয়েছে রেল। যদিও বিরোধীদের এই দাবি মানতে নারাজ রেল।

লকডাউনে স্পেশাল ট্রেন চালিয়ে ভারতীয় রেলের রোজগার হয়েছে ৪২৯ কোটি টাকা। মূলত রাজ্যগুলির কাছ থেকে এই টাকা আদায় করেছে রেল। কিন্তু রেল সূত্রে খবর, পরিযায়ী শ্রমিকদের আনতে ভারতীয় রেলের খরচ মোট ২ হাজার ১৪২ কোটি টাকা। যা আয়ের তুলনায় ব্যায় অনেকটাই বেশি। কিন্তু তাতেও কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবি এই বিপদের দিনেও মুনাফা লুটছে সরকার।

উল্লেখ্য, শ্রমিক সোশ্যাল ট্রেন নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। প্রথমে বলা হয়েছিল বাড়ি ফেরার জন্য ট্রেনের ভাড়া শ্রমিকদেরই দিতে হবে। কিন্তু পরে কংগ্রেসের তরফে জানানো হয়, সরকার না পারলে ট্রেনের ভাড়া তাদের দলেই দেবে। তারপর বিরোধীদের চাপের মুখে কেন্দ্র জানায় পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে রেলের ভাড়ায় ৮৫ % ছাড় দেবে কেন্দ্র, আর বাকি ১৫ % দিতে হবে রাজ্যগুলিকে। সেইমতো রাজ্যগুলির থেকে ৪২৯ কোটি টাকা আদায় করে রেল।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর