ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের - Bangla Hunt

ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘট পুরোপুরি ব্যার্থ, স্বতঃস্ফূর্ত হাজিরা সরকারি কর্মীদের

By Bangla Hunt Desk - March 10, 2023

বকেয়াে ডিএ-র দাবিতে ডাকা ধর্মঘটে তেমন সাড়া মিলল না। আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে ধরা পড়ল প্রতিদিনের চেনা ছবিটাই। সূত্রের খবর, কেএমডিএ, পূর্ত ভবনে প্রায় ১০০ শতাংশ হাজিরা ছিল কর্মীদের। পুরসভার নগরোন্নয়ন দপ্তরে ৯০% কর্মচারী কাজে এসেছেন বলে খবর। কলকাতা পুরসভার বাকি দপ্তরগুলিতেও আজ কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কলকাতা ছাড়া জেলাগুলিতেও ধর্মঘটের প্রভাব পড়েনি বললেই চলে। সরকারি রিপোর্ট অনুযায়ী, দুপুর ১২ টা অবধি জেলার বিভিন্ন সরকারি কার্যালয়ে দার্জিলিংয়ে ৮৮%, উত্তর দিনাজপুরে ৯৯%, নদীয়ায় ৮৫%, হুগলি ৯৯%, মালদহ ৯৭% ও উত্তর ২৪ পরগনায় ৯০% কর্মীরা আজ উপস্থিত আছেন।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর