প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে। বিষয়টি নিয়ে সোশাল মিডিয়াতে পোস্ট করে বিতর্ক তৈরি করেছেন আরও এক তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সদস্য নুরুল হাসান। যদিও তাঁর বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক নিশীথ মালিক।
আরো পড়ুন- দিদির দুত কর্মসূচিতে বিক্ষোভ, গ্রামে ঢুকতেই পারলেন না দেবাংশু ভট্টাচার্য
পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের বাসিন্দা কপিলদেব সেনের অভিযোগ, 2015 সালে তাঁকে প্রাথমিক স্কুল শিক্ষকের চাকরি করে দেওয়ার নাম করে আড়াই লক্ষ টাকা নেন বর্ধমান উত্তর বিধানসভার (Bardhaman North Assembly) বিধায়ক নিশীথ মালিক। তাঁকে নিশীথ মালিক ফোন করে বলেন ‘তোর চাকরি হয়ে যাবে সেইজন্য আপাতত আড়াই লক্ষ টাকা দিতে হবে।’ শুধু তাই নয় তাঁর কাছ থেকে মার্কশিট, অ্যাডমিট কার্ডও নেওয়া হয়। এরপর তাঁকে বলা হয়, সব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা রয়েছে! এসবই কিন্তু তাঁকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
এদিন অভিযোগকারী কপিলদেব সেন বলেন, “বিধায়ক নিশীথ কুমার মালিক আমাকে ফোন করে বলে প্রাইমারিতে আমার চাকরি হয়ে যাবে। সে জন্য মোট ছয় লক্ষ টাকা লাগবে আপাতত আড়াই লক্ষ টাকা চায়। বাবা ব্যাংক থেকে টাকা তুলে এনে দেয়। সেই টাকা আমি বিধায়ককে দিই। দিন কয়েক পরে আমাকে একটা তালিকা দেখানো হয় যেখানে আমার নাম ছিল। এরপর বিকাশ ভবনে আমাকে যেতে বলা হয়। সেখানে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। শুধু আশ্বাস দেওয়া হয় কিছুদিন পরে চাকরি হয়ে যাবে। আমার কাছে ফের টাকা চাওয়া হয়। আমার মার্কশিট, অ্যাডমিট নিয়ে নেওয়া হয়। কিন্তু চাকরি পাইনি। আমি বিষয়টি নিয়ে কালীঘাটে অভিযোগ পাঠিয়েছি কিন্তু কোনও উত্তর পাইনি। এনিয়ে তৃণমূল জেলা সভাপতিকেও জানিয়েছি। তিনিও কোনও উত্তর দেননি।
অন্যদিকে, বিধায়কের বিরুদ্ধে একটা অভিযোগ পত্রের বিভিন্ন অংশ নীল কালি দিয়ে মুছে দিয়ে তা সোশাল মিডিয়াতে পোস্ট করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য নুরুল হাসান। তিনি সেই পোস্ট নিয়ে লেখেন, “মেজ জনপ্রতিনিধির কীর্তির নমুনা, অভিযোগকারী নাম, ঠিকানা এবং কাকে অভিযোগ করেছে এটা মুছে দিলাম ৷ সঠিক সময়ে সঠিক জায়গায় প্রকাশ করা হবে।”
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বিধায়ক নিশীথ মালিক বলেন, “তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। তিনি অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।” জেলা বিজেপির সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় চন্দ্র বলেন, “তৃণমূল কংগ্রেসের ছোট-বড় সব নেতাই যে দুর্নীতির সঙ্গে জড়িত সেটা আমরা আগেই বলেছি। এবার সেই অভিযোগ সোশাল মিডিয়াতে করছেন দলেরই নেতা। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, “সব মিথ্যে অভিযোগ। যদি এই ঘটনাই ঘটে থাকে তাহলে এতদিন অভিযোগ করা হয়নি কেন। পঞ্চায়েত ভোট সামনে আসতেই মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।”
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!