Jharkhand Congress: বিজেপির থেকে টাকা নিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র! সোনিয়ার নির্দেশে সাসপেন্ড ঝাড়খণ্ডের ৩ কং বিধায়ক - Bangla Hunt

Jharkhand Congress: বিজেপির থেকে টাকা নিয়ে সরকার ফেলার ষড়যন্ত্র! সোনিয়ার নির্দেশে সাসপেন্ড ঝাড়খণ্ডের ৩ কং বিধায়ক

By Bangla Hunt Desk - July 31, 2022

গাড়িতে করে পাচার হচ্ছিল প্রায় কোটি টাকা। কিন্তু মাঝপথেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সেই গাড়ি। শনিবার হাওড়ার পাঁচলা থেকে একটি গাড়ি আটক করা হয়, যার ভিতর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ অর্থ। আটক করা হয় ঝাড়খণ্ডের তিন কংগ্রেস বিধায়ককে (Jharkhand Congress)। অভিযোগ, বিজেপির থেকে টাকা নিয়ে ঝাড়খণ্ডের সরকার ফেলার যড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। রবিবার দিল্লির দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে তিন বিধায়ককে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন ঝাড়খণ্ড কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে। তিনি জানিয়েছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর নির্দেশে এই পদক্ষেপ করলে দল। এদিকে রাতভর জিজ্ঞাসাবাদের পর তিন কংগ্রেস বিধায়ককে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, গোটা ঘটনার তদন্তভার নিল CID।

আরো পড়ুন- Partha-Arpita: অর্পিতাকে প্রায়ই সোনার গয়না কিনে দিতেন পার্থ? ইডির নজরে মধ্যমগ্রামের সোনার দোকান

এদিন অবিনাশ বলেন, “আমাদের কাছে সকলের সম্পর্কে খবর আছে। ভবিষ্যতে যদি জানা যায় কোনও জনপ্রতিনিধি, দলীয় পদাধিকারী কিংবা কোনও কর্মী এই ঘটনায় যুক্ত ছিলেন, তাহলে তাঁদের বিরুদ্ধে দল কড়া ব্যবস্থা নেবে।” যদিও বিজেপির পালটা দাবি, এই টাকা ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস সরকারের দুর্নীতির প্রমাণ।

সূত্রের খবর, ঝাড়খণ্ডের ওই তিন কংগ্রেস বিধায়ককে জিজ্ঞাসাবাদ জন্য ইতিমধ্যে থানায় সিআইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকরাও পৌঁছে গিয়েছেন। তাঁরা জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন। মোট ৪৯ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে সূত্রের দাবি। এদিকে রবিবার সকাল চারটে নাগাদ পাঁচলায় আসেন তিন বিধায়কের পরিবারের সদস্যরা। সঙ্গে রয়েছেন তাঁদের আইনজীবীও। কিন্তু পরিবার এবং আইনজীবীদের অভিযোগ, বিধায়কদের সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হয়নি। ইতিমধ্যে এই টাকা উদ্ধার ঘিরে বেড়েছে রাজনৈতিক চাপানউতোরও।

তৃণমূল আগেই অভিযোগ করেছিল যে মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ডের কংগ্রেস সরকার ফেলার পরিকল্পনা করছে বিজেপি। তাই কংগ্রেস বিধায়কদের বাংলায় ডেকে টাকা দিয়েছিল। পুলিশের তৎপরতায় সেই টাকা ধরা পড়ে যায়। তৃণমূলের সেই অভিযোগ কার্যত মেনে নিল কংগ্রেস। দলের তিন বিধায়ক-রাজেশ কচ্ছপ, নমন বিকসাল এবং ইরফান আনসারিকে সাসপেন্ড করল দল।

দেখুন ভিডিও-

 

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর