

2011 সালের 29 মে কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের ধারে বহুতল বিল্ডিং করার অনুমতি পেয়েছিল সারদা ৷ সেই বহুতল বিল্ডিং নির্মাণের জন্যে অনুমতি প্রদানের ফাইল এবার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
সৌমেন্দু অধিকারী শিশির অধিকারীর ছোট ছেলে। 2009 সালে শুভেন্দু অধিকারী তমলুকের সাংসদ হওয়ার পরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হন তাঁর ছোট ভাই সৌমেন্দু। তখনই বিল্ডিংয়ের জন্য দায়ভার পায় সারদা ৷ মঞ্জুর রহমান খান নামে এক আইনজীবী আরটিআই ধারায় করা প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না৷
আরো পড়ুন- অ্যাম্বুলেন্সের ভিতরে থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিলাতি মদ
ফলে কি শর্তে অনুমতি প্রদান হয়েছিল ? কত টাকা নেওয়া হয়েছিল ? ইত্যাদি এই প্রশ্নগুলির উত্তর পাওয়া মুশকিল। কাঁথি আদালতের আইনজীবী মঞ্জুর রহমান খান 2021 সালের 1 সেপ্টেম্বর আরটিআই আইনে সারদার বিল্ডিং নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন চেয়ারম্যানের কাছে।

দীর্ঘ টালবাহানার পরে সেই প্রশ্নের উত্তরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না জানিয়েছেন, সারদা চিট ফান্ড সংস্থার বিল্ডিং অনুমোদন সংক্রান্ত কোনও ফাইল নেই তাঁদের কাছে। স্বাভাবিকভাবে এ বিষয় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের অভিযোগ, সম্প্রতি সারদা কর্তা সুদিপ্ত সেন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এর আগেও তিনি একই অভিযোগ করেছিলেন। এই ফাইল সামনে এলে সেই অভিযোগ প্রমাণিত হয়ে যাবে।
তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা এর আগে একই অভিযোগ করেছিলাম এবার খোদ সারদা কর্তাও শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করলেন। কুণাল প্রশ্ন তোলেন, এবার কেন সিবিআই শুভেন্দুকরে গ্রেফতার করবেনা। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মারকলিপি দিতে গিয়েও তৃণমূল নেতারা শুভেন্দুর বিরুদ্ধে নালিশ ঠুকে আসেন। শুভেন্দু অবশ্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।


ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স