2011 সালের 29 মে কাঁথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে জাতীয় সড়কের ধারে বহুতল বিল্ডিং করার অনুমতি পেয়েছিল সারদা ৷ সেই বহুতল বিল্ডিং নির্মাণের জন্যে অনুমতি প্রদানের ফাইল এবার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ।
সৌমেন্দু অধিকারী শিশির অধিকারীর ছোট ছেলে। 2009 সালে শুভেন্দু অধিকারী তমলুকের সাংসদ হওয়ার পরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান হন তাঁর ছোট ভাই সৌমেন্দু। তখনই বিল্ডিংয়ের জন্য দায়ভার পায় সারদা ৷ মঞ্জুর রহমান খান নামে এক আইনজীবী আরটিআই ধারায় করা প্রশ্নের উত্তরে এই কথা জানিয়েছেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না৷
আরো পড়ুন- অ্যাম্বুলেন্সের ভিতরে থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিলাতি মদ
ফলে কি শর্তে অনুমতি প্রদান হয়েছিল ? কত টাকা নেওয়া হয়েছিল ? ইত্যাদি এই প্রশ্নগুলির উত্তর পাওয়া মুশকিল। কাঁথি আদালতের আইনজীবী মঞ্জুর রহমান খান 2021 সালের 1 সেপ্টেম্বর আরটিআই আইনে সারদার বিল্ডিং নিয়ে কিছু প্রশ্ন করেছিলেন চেয়ারম্যানের কাছে।
দীর্ঘ টালবাহানার পরে সেই প্রশ্নের উত্তরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না জানিয়েছেন, সারদা চিট ফান্ড সংস্থার বিল্ডিং অনুমোদন সংক্রান্ত কোনও ফাইল নেই তাঁদের কাছে। স্বাভাবিকভাবে এ বিষয় জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অন্যদিকে এ বিষয়ে তৃণমূলের অভিযোগ, সম্প্রতি সারদা কর্তা সুদিপ্ত সেন আদালত চত্বরে দাঁড়িয়ে অভিযোগ করেন, শুভেন্দু অধিকারী তাঁকে ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন। এর আগেও তিনি একই অভিযোগ করেছিলেন। এই ফাইল সামনে এলে সেই অভিযোগ প্রমাণিত হয়ে যাবে।
তৃণমূলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, আমরা এর আগে একই অভিযোগ করেছিলাম এবার খোদ সারদা কর্তাও শুভেন্দুর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করলেন। কুণাল প্রশ্ন তোলেন, এবার কেন সিবিআই শুভেন্দুকরে গ্রেফতার করবেনা। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড়কে স্মারকলিপি দিতে গিয়েও তৃণমূল নেতারা শুভেন্দুর বিরুদ্ধে নালিশ ঠুকে আসেন। শুভেন্দু অবশ্য এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দিতে নারাজ।
কল্যাণীতে দুঃসাহসিক ছিনতাই! কাঁচরাপাড়ার ব্যবসায়ীকে মারধর করে টাকা লুঠ
Durga Puja 2024: অভিনব উদ্যোগ! মহালয়ার দিন অঙ্কন প্রতিযোগিতা করল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাব
কাঁচরাপাড়ায় ব্যবসায়ীর বাড়ি থেকে ২৫ লক্ষ টাকার মাল চুরি, মুল পান্ডা সুমন রায় গ্রেফতার
Durga Puja 2024: খুঁটি পুজো দিয়ে শুরু হল কাঁচরাপাড়া আমরা সবাই ক্লাবের এ বছরের পুজো
ইটালিতে জি৭ বৈঠকে জেলেনস্কি-মোদী বৈঠক, যুদ্ধ বন্ধের জন্য কী বললেন?
নিয়োগ মামলার তদন্তে পার্থ চট্টোপাধ্যায়ের আরও জমি বাজেয়াপ্ত করল ইডি
রাজ্যের ৪ বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষনা তৃণমূলের
চন্দবাবুর শপথ গ্রহণ অনুষ্ঠানে কেনো এলেন না নীতিশ? খোঁচা বিরোধীদের, নীতিশকে ঘিরে জল্পনা
উত্তরের চা বলয়ে বিজেপির ভোট ব্যাঙ্কে ধস! রাশ ধরুক আরএসএস, জোর চর্চা দলের অন্দরে
একী কাণ্ড? বাংলায় ৩ বিজেপি সাংসদ যোগাযোগ করছেন তৃণমূলের সঙ্গে!