Nupur Sharma: নূপুরই দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ! দাবি ওয়েইসির - Bangla Hunt

Nupur Sharma: নূপুরই দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ! দাবি ওয়েইসির

By Bangla Hunt Desk - June 19, 2022

নূপুর শর্মার মন্তব্য ঘিরে বিতর্কের (Nupur Sharma Row) মধ্যেই অগ্নিপথ প্রকল্প (Agnipath Scheme Protest) নিয়ে দেশজুড়ে অশান্তি ছড়িয়েছে ৷ আর এই নয়া অশান্তির মধ্যে হঠাৎই স্তিমিত হয়ে গিয়েছে নূপুর শর্মা বিতর্ক ৷ রবিবার সেই ‘ছাইচাপা আগুন’কেই কার্যত ‘হাওয়া’ দিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi) ৷ তাঁর দাবি, দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হবেন নূপুরই।

আরো পড়ুন- সঙ্গমের সময়ে পুরুষদের এই ৫ ভুলে ভাটা পড়ে যৌনতার আনন্দ

ওয়েইসির কথায়, ‘‘নূপুর শর্মা দিল্লিতে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে পারেন। সেটাও সম্ভব। কারণ, যাঁরা সংখ্যালঘুদের আক্রমণ করে কথা বলেন, পরে তাঁদেরই বড় পদে তুলে আনে বিজেপি।’’

এদিন এই প্রসঙ্গে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর (Telangana Chief Minister) উদ্দেশে ওয়েইসি বলেন, “ভারতের আইন মোতাবেক নূপুর শর্মাকে গ্রেফতার করা উচিত এবং তাঁর শাস্তি হওয়া উচিত ৷ আমরা চাই, সংবিধান মেনেই তাঁকে শাস্তি দেওয়া হোক ৷ আমি জানি, আগামী ছ’মাসের মধ্য়েই নূপুর শর্মাকে বড় নেত্রী হিসাবে তুলে ধরা হবে ৷ এমনকী, নূপুর শর্মাকে দিল্লির মুখ্যমন্ত্রী পদপ্রার্থীও করা হতে পারে ৷” এই প্রেক্ষাপটে তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীর প্রতি ওয়েইসির দাবি হল, অবিলম্বে নূপুরকে গ্রেফতার করে দক্ষিণের এই রাজ্যে নিয়ে আসা হোক ৷

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর