অগ্নিবীরদের চাকরির প্রতিশ্রুতির পরেও চলছে বিক্ষোভ, ট্রেনে আগুন, ভাঙচুর, অশান্ত গোটা দেশ - Bangla Hunt

অগ্নিবীরদের চাকরির প্রতিশ্রুতির পরেও চলছে বিক্ষোভ, ট্রেনে আগুন, ভাঙচুর, অশান্ত গোটা দেশ

By Bangla Hunt Desk - June 19, 2022

দেশজুড়ে উঠেছে অগ্নিপথ আন্দোলনের ঝড়। অগ্নিপথ প্রকল্পের নিয়মে কেন্দ্রের ছাড় ঘোষণার পরেও বিক্ষোভের আঁচ বিন্দুমাত্র কমেনি। গোটা দেশে প্রতিবাদ হিংসার চরম আকার নিয়েছে। চতুর্থ দিনে বিহারে কোথাও ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, কোথাও স্টেশন এবং থানায় ভাঙচুর, পুলিশের উপর হামলা করা হয়েছে। দফায় দফায় অশান্ত হয়ে উঠতে দেখা গেল পটনা, ছপরা, মুঙ্গের, জেহানাবাদ-সহ একাধিক জায়গা।

আরো পড়ুন- ৩০ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ

অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় শনিবার বন্‌ধের মধ্যেই অশান্ত হয়ে ওঠে পটনার মসৌউঢ়ী। সেখানে রেলপুলিশের থানায় হামলা চালান বিক্ষোভকারীরা। বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। অন্য দিকে, পটনা থেকে ৩০ কিলোমিটার দূরে তারেগনা স্টেশনে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। স্টেশনে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি, ভাঙচুর চালানো হয় এবং রেলের সম্পত্তি নষ্ট করা হয়।

মুঙ্গেরের একাধিক জায়গায় দফায় দফায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। অন্য দিকে, জেহানাবাদেও বিক্ষোভকারীদের হটাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। মসৌউঢ়ীতে একটি কোচিং সেন্টার থেকে ছাত্ররা স্টেশনে জড়ো হয়ে স্টেশন মাস্টারের কেবিন, টিকিট কাউন্টারে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে শূন্যে ১০-১৫ রাউন্ড গুলি চালাতে হয়।

বক্সারের নবাবনগরে ১২০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। তাঁদের সেখান থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়। বিক্ষোভকারীদের হামলায় বেশ কয়েক জন পুলিশকর্মী আহত হয়েছেন। পুলিশের গাড়িও জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। যে ভাবে অগ্নিপথ-বিক্ষোভ ছড়িয়ে পড়ছে বিহারের বিভিন্ন জেলায়, প্রতিরোধে ১৫টি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

অওরঙ্গাবাদ থানাতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। শুধু তাই-ই নয়, বেশ কয়েকটি বাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিডিও অফিসে পাথর ছোড়া হয় বলে অভিযোগ।

অগ্নিবীরদের ঢালাও চাকরির প্রতিশ্রুতি

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে দেশব্যাপী চলা হিংসাত্মক আন্দোলনের প্রেক্ষিতে সঙ্কটমোচনের পথ খুঁজছে কেন্দ্র। এ বার অবসর নেওয়া অগ্নিবীরদের চাকরির সুযোগ করে দিতে এগিয়ে এল কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক। শনিবার সংশ্লিষ্ট মন্ত্রক জানাল, তাদের মোট ৬টি বিভাগে কাজের সুযোগ থাকবে অগ্নিবীরদের।

একই রকম ঘোষণা নিয়ে এগিয়ে এল ক্রীড়া মন্ত্রকও। এ নিয়ে টুইট করেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানান, অগ্নিবীররা চার বছর প্রশিক্ষণের পর ক্রীড়া মন্ত্রকেও কাজের সুযোগ পাবেন। উল্লেখ্য কেন্দ্রের তরফে জানা গিয়েছে, ‘অগ্নিবীর’দের (Agniveers) জন্য প্রতিরক্ষা মন্ত্রকে ১০ শতাংশ পদ সংরক্ষিত থাকবে।

এছাড়া তাঁদের আরও ৬টি মন্ত্রকে নিয়োগ করা হবে। অসামরিক বিমান পরিবহন, অসামরিক প্রতিরক্ষা, উপকূলরক্ষী বাহিনী-সহ ১৬টি প্রতিরক্ষা সংস্থাতেও তাঁদের নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক বাদে অন্যত্র ১০ থেকে ২৫ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা থাকবে। এছারাও মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ‘অগ্নিবীর’দের নিয়োগ করা হবে ১৬টি ডিফেন্স পাবলিক সেক্টরে।

তালিকায় রয়েছে, হিন্দুস্থান এরোনউটিক্স লিমিটেড (HAL), ভারত ইলেক্ট্রনিক্স লিমিটেড (BEL)। ভারত আর্থ মুভারস লিমিটেড (BEML), ভারত ডায়নামিক্স লিমিটেড (BDL)। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জেনিয়ার্স লিমিটেড (GRSE) গোয়া শিপইয়ার্ড লিমিটেড (GSL), হিন্দুস্থান শিপইয়ার্ড লিমিটেড (HSL), মাজাগন ডক শিপবিল্ডার্স (MDL),

আরো পড়ুন- অগ্নিপথ ক্ষোভে বিহারে পুড়লো ট্রেন! যাত্রী সুরক্ষায় মালদা টাউন স্টেশনে দাঁড়িয়ে ব্রহ্মপুত্র মেল, চরম অসন্তোষে যাত্রীরা

গত মঙ্গলবার অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করে প্রতিরক্ষা মন্ত্রক। তার পরই দেশব্যাপী শুরু হয় বিক্ষোভ। এই আন্দোলনের চেহারা কোথাও কোথাও হিংসাত্মক এবং চরম আকার নিচ্ছে। মৃত্যু পর্যন্ত হয়েছে এক আন্দোলনকারীর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের সর্বস্তরে প্রচেষ্টা শুরু হয়েছে।

সব খবর পড়তে আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হোনএখানে ক্লিক করুন


প্রাসঙ্গিক খবর