

সেনাবাহিনীতে জওয়ান নিয়োগের জন্য নতুন একটি প্রকল্প এনেছে কেন্দ্র। মঙ্গলবারই ঘোষণা করা হয়েছে ‘অগ্নিপথ’ প্রকল্প। এখন থেকে ভারতের সেনাবাহিনীতে নাম লেখাতে গেলে ওই প্রকল্পের মাধ্যমেই যোগ দিতে হবে। আর তার পরেই দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ।
আরো পড়ুন- দেশে শুরু হল প্রথম বেসরকারি ট্রেন পরিষেবা, প্রথম যাত্রায় ১১০০ যাত্রী
‘অগ্নিপথ’ বাতিলের দাবিতে উত্তাল বিহারের একাধিক এলাকা। যুব সম্প্রদায়ের ক্ষোভ, এভাবে তাঁদের সুযোগ নষ্ট করে দেওয়া হচ্ছে। প্রতিবাদে বিহারের জায়গায় জায়গায় রেল, ট্রেন অবরোধ করে তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে বিক্ষোভ স্থলগুলিতে। রেল, বাস, জাতীয় সড়ক অবরোধের জন্য বিপর্যস্ত জনজীবন।
কী এই অগ্নিপথ প্রকল্প?
এই প্রকল্পের আওতায় চার বছরের জন্য ‘অগ্নিবীর’-দের নিয়োগ করা হবে। তাঁদের বয়স হতে হবে ১৭ থেকে ২১ বছর। এই প্রকল্পের জন্য প্রত্যেক বছর ৪০ থেকে ৪৫ হাজার যুবককে স্বল্প সময়ের জন্য নিয়োগ করা হবে। তাঁদের ছয় মাসের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। চার বছর পর্যন্ত তাঁদের কাজের মেয়াদ। এই ‘অগ্নিবীর’-দের থেকে ২৫ শতাংশকে স্থায়ী ক্যাডারে নিযুক্ত করা হবে। এই ঘোষণার পরেই উত্তপ্ত হয় বিহার। যুব সম্প্রদায়ের একাংশের ক্ষোভ, সেনা কর্মীরা যে পেনশন সম্পর্কিত সুবিধা পান তা যাতে না দিতে হয় সেজন্য এই প্রকল্প এনেছে কেন্দ্র। অবিলম্বে এই প্রকল্প প্রত্যাহারের দাবিতে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে বিহার। সংশ্লিষ্ট রাজ্যের গয়া, পটনা, বক্সার সহ একাধিক জেলাতে চলছে বিক্ষোভ।
বিহারের আরা রেল স্টেশন অবরোধ করেছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। পালটা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। জেহানাবাদ-ও চলছে রাস্তা এবং রেল অবরোধ। সেখানেও মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। অবিলম্বে এক প্রকল্প বাতিলের দাবি করেছেন বিক্ষোভকারীরা। অগ্নিপথের বাতিলের দাবিতে জয়পুরেও বৃহস্পতিবার বিক্ষোভ হয়। এছাড়াও হরিয়ানা, উত্তরপ্রদেশেও পড়েছে বিক্ষোভের আঁচ। হরিয়ানায় পুলিশকে গুলি চালাতে হয়। উত্তরপ্রদেশের মীরাটেও বিক্ষোভের জেরে তুলকালাম হয়েছে। একাধিক জায়গায় রেল অবরোধ হয়েছে। বিহারে আরা, কইমুর, গোপালগঞ্জ, বক্সারের বিভিন্ন জায়গায় রেল অবরোধ করা হয়। অধিকাংশ জায়গায় ক্ষোভে আঁচ মূলত এসে পড়েছে রেলের উপরেই। বিহারের ভাবুয়াতে কইমুরের ভবুয়া রোড স্টেশনে ইন্টারসিটি এক্সপ্রেসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা।
এদিন বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, উত্তরাখণ্ডের মতো একের পর এক বিজেপি শাসিত রাজ্য তেতে উঠেছে চাকরিপ্রার্থীদের বিক্ষোভে। বিক্ষোভের আঁচ পড়েছে দিল্লি, রাজস্থানেও। এদিন দিল্লিতে যুব কংগ্রেসের তরফে বিক্ষোভ দেখানো হয়। সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরেও প্রবল ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। বিক্ষোভকারীদের কথায়, এক্ষেত্রে পেনশন দেওয়ার বিষয় থাকবে না। চাকরিপ্রার্থীদের ভবিষ্যত অসুরক্ষিত। অবিলম্বে ‘অগ্নিপথ’ প্রত্যাহার করে সেনাবাহিনীতে স্থায়ী নিয়োগ করতে হবে। না হলে এই বিক্ষোভ জারি রাখবে তারা।
দেখুন ভিডিও-

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স