

ভারতে চালু হল প্রথম বেসরকারি ট্রেন পরিষেবা। প্রথম ট্রেনটি মঙ্গলবার তামিলনাড়ুর কোয়ম্বত্তূর থেকে যাত্রা শুরু করেছে। রেলের ‘ভারত গৌরব’ প্রকল্পের অধীনে চলবে এই ট্রেনটি। আগামী বৃহস্পতিবার ট্রেনটি পৌঁছবে মহারাষ্ট্রের সিরিডিতে। কোয়ম্বত্তূরে ফিরে আসবে আগামী শনিবার। অতীতে রেলের অধীনস্থ নিগম আইআরসিটিসি ট্রেন চালালেও এই প্রথম কোনও বেসরকারি সংস্থার উদ্যোগে চলছে ট্রেন। এ বছরের জানুয়ারি মাসেই একশোটি রুটে দেড়শোর কাছাকাছি বেসরকারি ট্রেন চালানোর ব্যাপারে সবুজ সঙ্কেত দেয় রেলের উচ্চ পর্যায়ের একটি প্যানেল।
আরো পড়ুন- পুজোর থিম ‘বুর্জ খালিফা! খুঁটি পূজার মাধ্যমে দুর্গাপূজার প্রস্তুতি শুরু করে দিলো সর্বজয়ী ক্লাব
রেল পরিচালনার সঙ্গে যুক্ত সবক’টি ক্ষেত্রের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত হয়, ভারত তো বটেই বিদেশেরও কোনও সংস্থার যদি রেল ও পর্যটনের ব্যাপারে অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে তাদের ট্রেন চালানোর অনুমোদন দেওয়া যেতে পারে। আগেই রেল ১৫০টি ট্রেনকে বেসরকারি পর্যটন সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অনেক সংস্থাই রেলের পরিকাঠামো ব্যবহার করতে পর্যটন ট্রেন চালানোর প্রস্তাব দেয়। রেল সূত্রে জানা যায়, কর্নাটক এবং ওড়িশা সরকারও ট্রেন চালানোর আবেদন জানায়। তবে দেশের প্রথম বেসরকারি ট্রেনটি চালানোর বরাত পেয়েছে ‘সাউথ স্টার’ নামের একটি সংস্থা। মূলত দেশ ও বিদেশের পর্যটকদের ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা ভ্রমণের জন্যই এই ট্রেন চালানো হবে। প্রথম যাত্রা শুরু হয় মঙ্গলবার সন্ধ্যায়।
জানা গেছে, ভারতের বিভিন্ন ঐতিহাসিক জায়গা দেশ ও বিদেশের পর্যটকদের ঘোরার জন্য এই ট্রেন চালানো হচ্ছে সাউথ স্টারের তরফে। ‘ভারত গৌরব’ যাত্রার এই ট্রেনটি দক্ষিণের কোয়েম্বাত্তুর থেকে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র ঘুরে বৃহস্পতিবার পৌঁছবে সিরিডি। গোটা দিন সেখানেই থাকবে ট্রেনটি। সিরিডি ভ্রমণ শেষ করে যাত্রীরা ফিরে এলে পরের দিন অর্থাৎ শুক্রবার সকালে ফিরতি যাত্রা শুরু করে শনিবার দুপুরে কোয়ম্বাত্তুর পৌঁছবে ট্রেনটি। রেল আগেই জানিয়ে দিয়েছিল, যে কোনও সংস্থা দু’বছরের জন্য ট্রেন চালাতে পারবে।
আরো পড়ুন- ‘অগ্নিপথ’-এর ক্ষোভে উত্তাল বিহার, একাধিক ট্রেনে আগুন বিক্ষোভকারীদের
যেখানে রেলের নিজস্ব কোনও ট্রেন চলে না, সেই রুটই বেছে নিতে হবে। যাত্রীদের থেকে ভাড়া নিতে পারবে সংস্থা তা কত হবে, সেটাও তারাই ঠিক করতে পারবে। ট্রেন কোথায় কোথায় দাঁড়াবে, তাও ঠিক করবে সংস্থা। আরপিএফ মূল দায়িত্বে থাকলেও ট্রেনের ভিতরে নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে সংস্থাকে। সেই মতোই প্রথম বেসরকারি ট্রেনের যাত্রা শুরু হল দেশে।প্রথম এই বেসরকারি রেল যাত্রায় ১,১০০ যাত্রী সামিল হয়েছেন। মোট ২০ কামরারা ট্রেনে এসি বগির পাশাপাশি পাঁচটি স্লিপার ক্লাসও রয়েছে। রয়েছে একটি প্যান্ট্রি কার। যাত্রীদের খাওয়াদাওয়া উন্নতমানের করতে রাখা হয়েছে অভিজ্ঞ শেফ। ট্রেনে যাত্রীদের পরিষেবা দিতে রয়েছেন ব্র্যান্ডেড হাউস কিপিং সংস্থার কর্মীরাও।
চলন্ত ট্রেনে যাত্রীদের বিনোদনেরও যাবতীয় ব্যবস্থাও রাখা হয়েছে। ট্রেনটি রেলের থেকে ভাড়া নিলেও, সেটি নতুন করে সাজিয়েছে সাউথ স্টার। বলা যায, রেলযাত্রা এক ঐতিহাসিক পদক্ষেপের সূচনা হলো।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স