

নাগেরবাজারের ফ্ল্যাটে মডেল-অভিনেত্রী বিদিশা দে (Bidisha Dey) মজুমদারের দেহ উদ্ধার। আত্মঘাতী হয়েছেন বিদিশা, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। জানা গিয়েছে, নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিনেত্রীর পরিবার। পুলিশ সূত্রে খবর, বিদিশার রুম থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে নিজের মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি অভিনেত্রী।
আরো পড়ুন- বাগদায় টোটোচালকের সঙ্গে পালালেন একই পরিবারের দুই বধূ
বিদিশা দে মজুমদার। উঠতি মডেল। থাকতেন দমদমের নাগেরবাজার এলাকার এক ফ্ল্যাটে। সেখান থেকেই উদ্ধার হয়েছে বিদিশার মৃতদেহ । ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে আত্মঘাতী হয়েছেন বিদিশা। তদন্ত নেমে অভিনেত্রীর দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। বিদিশার কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। পেশাগত অনিশ্চয়তায় ডিপ্রেশান? নাকি অন্য কোনও টানাপোড়েন? তদন্তে পুলিশ।
জানা গিয়েছে, নাগেরবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিনেত্রীর পরিবার। পুলিশ সূত্রে খবর, বিদিশার রুম থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, যেখানে নিজের মৃত্যুর জন্য কাউকেই দায়ী করেননি অভিনেত্রী। তবে ময়নাতদন্তের রিপোর্টে আত্মঘাতী হয়েছেন বলেই উল্লেখ।
যদিও বিদিশার বান্ধবীরা জানাচ্ছেন, ঝাড়গ্রামের বাসিন্দা অনুভব বেরা নামক এক যুবকের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে অভিনেত্রীর। সেই সম্পর্ক ভালো ছিল না বলেও দাবি অভিনেত্রীর বন্ধুদের। নাম প্রকাশে অনিচ্ছুক অভিনেত্রীর এক বান্ধবী বলেন, “মানসিকভাবে বিপর্যস্ত থাকত বিদিশা।” সেই কারণেই কি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন অভিনেত্রী? নাকি নেপথ্যে রয়েছে আরও জটিল কোনও রহস্য? উঠছে প্রশ্ন।
পরিজনরা জানাচ্ছেন, কয়েকদিন আগে পর্যন্ত দিব্বি হাসিখুশি ছিলেন এই অভিনেত্রী। পল্লবীর মৃত্যুর খবর শোনার পর রীতিমতো চমকে উঠেছিলেন বিদিশা। প্রাণোচ্ছ্বল এই মেয়েটা হঠাৎ করে কীভাবে পালটে গেল? উঠছে প্রশ্ন। অভিনেত্রীর বাড়ি নৈহাটিতে। তিনি নাগেরবাজারের একটি ফ্ল্যাটে থাকতেন। বিদিশার দুপুর পর্যন্ত ঘুমানোর অভ্যাস ছিল। নিজের রুমমেটকে নিয়ে তিনি সম্প্রতি পার্লারেও গিয়েছিলেন। তাঁর ‘রুমমেট’ কলেজ পড়ুয়া। জানা গিয়েছে, এদিন কলেজ থেকে ফিরেও তিনি দেখেন বিদিশার ঘরের দরজা বন্ধ। এরপরেই তাঁর সন্দেহ হয়। একাধিকবার অভিনেত্রীর ঘরের দরজা ধাক্কা দিলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরেই তাঁর রুমমেটের সন্দেহ হওয়ায় তিনি পুলিশে খবর দেন। পুলিশ এসে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করে।বিদিশার মা জানিয়েছেন, সোমবার বাড়িতে এসেছিলেন বিদিশা। মঙ্গলবার বিদিশার সঙ্গে শেষবার কথা হয়।
ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রামে বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। ছয় দিন আগে নিজের মা-বাবার ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছিলেন, “মিস ইউ”। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করার পাশাপাশি রিল ভিডিয়োও তৈরি করতেন অভিনেত্রী। শেষের কয়েকটি রিল ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রী তাতে বিচ্ছেদের কথা উল্লেখ রয়েছে।

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি

“শারীরিক মিলনের আগে এই ৩ ভুল একেবারেই নয়”

আর্মেনিয়ার পথে ভারতের পিনাকা, প্রতিরক্ষা রপ্তানিতে নতুন মাইলফক

কাঁচরাপাড়া দিনবসু লেনের মুখে গভীর রাতে বাইক দুর্ঘটনা, গুরুতর জখম যুবক

মাসিক হওয়ার কতদিন পর সহবাস করলে বাচ্চা হতে পারে?

ছয় দশক পরে বড় কৌশলগত সাফল্য! পূর্ব লাদাখে হারানো জমিতে ফের টহলাধিকার পেল ভারত

Ajit Doval: ‘আমাদের মন্দির লুট হয়েছিল, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে প্রতিশোধ নিতে হবে’—বার্তা ডোভালের

তেহরানের রাস্তায় লাখো মানুষের ঢল, বিক্ষোভের জেরে বন্ধ ইন্টারনেট

যুদ্ধের সংজ্ঞা বদলাচ্ছে: মাল্টি-ডোমেইন অপারেশনের পথে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স